চাকরির খবর

KVS | বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ‘Provisional Answer Key’ প্রকাশ করলো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন!

Advertisement

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এর তরফে প্রকাশ পেল বেশ কয়েকটি পদে নিয়োগের পরীক্ষার ‘Answer Key’। এর মধ্যে রয়েছে PGTs, TGTs, PRT, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, ফাইন্যান্স অফিসার ও হিন্দি ট্রান্সলেটর। সংশ্লিষ্ট পরীক্ষাগুলিতে অংশগ্রহণকারী প্রার্থীরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট (kvsangathan.nic.in) এ গিয়ে ‘অ্যানসার কি’ চেক করতে পারবেন।

‘অ্যানসার কি’ দেখবেন কিভাবে?

১) ‘অ্যানসার কি’ চেক করার জন্য পরীক্ষার্থীদের প্রথমে (kvsangathan.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর PGTs, TGTs, PRT, অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার, সহ বিভিন্ন পদের ‘অ্যানসার কি’ চেক করার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ SSC -তে ৫৩৬৯ টি শূন্যপদে নতুন নিয়োগ

join Telegram

প্রকাশিত ‘অ্যানসার কি’ এর বিষয়ে কোনও বক্তব্য থাকলে সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জ জানানো যাবে আগামী ১০ই মার্চ পর্যন্ত। সেক্ষেত্রে চ্যালেঞ্জ জানানো প্রতি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের ১০০০/- অর্থমূল্য প্রদান করতে হবে। প্রসঙ্গত, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

FB Join

Related Articles