সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কিভাবে করবেন আবেদন, কোথায় হবে চাকরি সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকলো আজকের এই প্রতিবেদনে।
Employment no– 75/IIIA-2/MGNREGS/P&RDD/GTA
পদের নাম– Village Level Entrepreneur (VLE)
মোট শূন্যপদ– ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ যে কোন প্রার্থী কম্পিউটার অপারেটিং এ ন্যূনতম ছ’মাসের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– ১০,০০০ টাকা।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক পাশে বিপুল কর্মী নিয়োগ
পদের নাম– Gram Rozgar Sahayak (GRS)
মোট শূন্যপদ– ৩৭ টি।
শিক্ষাগত যোগ্যতা– বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল বিভাগে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স কম্পালসারি বিষয় সহ ৫৫% নাম্বার পেয়ে পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন– ১২,০০০ টাকা।
বয়সসীমা– আবেদনের জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি– প্রার্থীদের অফলাইনে নির্দিষ্ট অফিসে গিয়ে করতে হবে আবেদন। ইচ্ছুক প্রার্থীরা নিজেদের আপডেটেড বায়োডাটা সহ নিজেদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য কাগজপত্র সহিত (Executive Director, Mahatma Gandhi NREGS, P&RDD. GTA. Darjeeling) অফিসে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা এই প্রতিবেদনের নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশান লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন।
আবেদনের অন্তিম তারিখ– ১৯ এপ্রিল, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here