রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর আগে জানিয়েছিলেন, ভালো কাজ করলে সিভিক ভলান্টিয়ারদের পদোন্নতি হবে। কনস্টেবল পদে পদোন্নতি করা হতে পারে তাঁদের। সেক্ষেত্রে যোগ্যতা দেখে বেছে নেওয়া হবে সিভিক ভলান্টিয়ারদের। সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের পাকা চাকরির ব্যাপারে আরও একধাপ এগিয়েছে রাজ্য।
বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসিক ৯ হাজার টাকা বেতন পান। বিশেষ পরিস্থিতি ছাড়া কাজের সময় আট ঘন্টা। এর সাথে পান ১৪টি ক্যাসুয়াল লিভ ও ৫০টি সবেতন মেডিক্যাল লিভ। এছাড়া রয়েছে মেডিক্লেম যেখানে পরিবারের ছয় জনকে রাখতে পারেন তাঁরা। এই সিভিক ভলান্টিয়াররা যদি কনস্টেবল হিসেবে নিযুক্ত হন তবে তাঁদের মাসিক বেতন দাঁড়াবে ২২ হাজার ৭০০ টাকা। বছরে ১৪টি ক্যাসুয়াল লিভের সাথে পুজোয় ডিউটি করলে মিলবে ১৩ দিন অতিরিক্ত ছুটি। সাথে পাবেন মেডিক্যাল লিভ ও অবসরকালীন পেনশন। বার্ষিক এক লাখ টাকার মেডিক্লেমে পরিবারের চার জন সদস্যকে রাখতে পারবেন তাঁরা। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ মেনেই পদোন্নতি হবে সিভিক ভলান্টিয়ারদের।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগ
প্রসঙ্গত, বিগত দিনগুলিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বেশ কিছু ঘটনা নজরে আসে। এরপর আদালতের নির্দেশে সিভিক ভলান্টিয়ারদের কাজের ব্যাপারে সার্কুলার জারি করে রাজ্য। সেখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে সিভিক ভলান্টিয়াররা কি কি কাজ করতে পারবেন, ও কি পারবেন না। উল্লেখ্য, সিভিকদের পদোন্নতির ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছিল। ভলান্টিয়াররা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা, থানায় কনস্টেবল পদ খালি রয়েছে কিনা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ রয়েছে কিনা। জেলা পুলিশ সুপার এই সুপারিশ সংক্রান্ত দায়িত্বভার সামলাবেন। তবে সিভিকদের পদোন্নতির বিষয়ে এখনও আলোচনা চলছে রাজ্যের অন্দরে।