মেয়েদের জন্য দারুণ স্কলারশিপের সুযোগ, Legrand দিচ্ছে স্কলারশিপ। স্বায়ত্ত্বশাসিত এই সংস্থার পক্ষ থেকে চলতি বছরেও Legrand Empowering Scholarship Program -এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে উক্ত স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ভারতবর্ষের মেধাবী ও দুস্থ ছাত্রীদের এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সমাজের মেধাবী ছাত্রীদের উচ্চ শিক্ষা, আত্মবিশ্বাস অর্জন, স্বাধীনতা অর্জন এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করতে চায় Legrand। কিভাবে এই স্কলারশিপের জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Legrand Empowering Scholarship Program 2023- 24
যোগ্যতা- দেখে নেওয়া যাক কোন যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মূলত B.Tech/ BE/ B.Arch. অথবা BBA/ B.Com./ B.Sc. ইত্যাদি বিষয়ে পাঠরত মেধাবী ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও Engineering, Architecture, Finance এবং Sciences বিভাগের বিভিন্ন বিষয়ে পাঠরত ছাত্রীরাও আবেদন জানাতে পারবে। আবেদনকারীদের ২০২২- ২৩ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম ৭০% নাম্বার পেতে হবে। আবেদনকারীর পারিবারিক বার্ষিক যায় ৫ লক্ষ টাকার কম হতে হবে।
আরও পড়ুনঃ ১২ হাজার টাকা দিচ্ছে মাধ্যমিক পাশে নতুন স্কলারশিপ
টাকার পরিমান- Legrand সংস্থার পক্ষে জানানো হয়েছে মূল কোর্স ফি -এর ৬০% হিসেবে বার্ষিক সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পেতে পারে ছাত্রীরা। অন্যদিকে বিশেষ ছাত্রীরা মূল কোর্স ফি -এর ৮০% হিসেবে বার্ষিক সর্বোচ্চ ১,০০,০০০/- টাকা পেতে পারে। বিশেষ অর্থে ভিন্নভাবে সক্ষম, ট্রান্সজেন্ডার, শিক্ষার্থী যাদের একক অভিভাবক, শিক্ষার্থী যারা কোভিডের কারণে তাদের পিতামাতাকে হারিয়েছেন তাদের বোঝানো হয়েছে।
আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপে আবেদন শুরু হলো
আবেদন পদ্ধতি- এই স্কলারশিপের জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে সমস্ত প্রকার প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। ওয়েবফর্মের আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর প্রাপ্ত রেফসরেন্স বা অ্যাপ্লিকেশান আইডি ভবিষ্যতের প্রয়োজনের জন্য নোট করে রাখতে হবে।
আবেদনের সময়সীমা- উক্ত স্কলারশিপের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ করা হবে।
Official Website: Apply Now