শিক্ষার খবর

LIC স্কলারশিপ ২০২২: বার্ষিক ১০ থেকে ২০ হাজার টাকা

Advertisement

দুর্দান্ত স্কলারশিপে আবেদন করলে পাওয়া যাবে বার্ষিক ১০,০০০/- টাকা থেকে ২০,০০০/- টাকা। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রতি বছর কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ ছাত্র ছাত্রীরা LIC HFL Vidyadhan স্কলারশিপে আবেদনের অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত আলোচনা করা হলো।

LIC HFL Vidyadhan Scholarship 2022
স্কলারশিপের নাম- LIC HFL Vidyadhan স্কলারশিপ।
টাকার পরিমান- বার্ষিক ১০,০০০/- থেকে ২০,০০০/- হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।

আবেদনের যোগ্যতা-
LIC HFL Vidyadhan স্কলারশিপে আবেদনের জন্য যে কোর্সে ভর্তি হয়েছেন সর্বনিম্ন স্তর
উচ্চ মাধ্যমিক স্তর- মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর।
স্নাতক স্তর- (অনার্স/ নার্সিং/ প্যারাডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা)- উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর।
স্নাতকোত্তর স্তর- (পোস্ট গ্রাজুয়েশন)- গ্রাজুয়েশনের ৬০ শতাংশ নাম্বার।

LIC HFL Vidyadhan স্কলারশিপে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাকার পরিমাণ-
১) Class 11& 12- বার্ষিক ১০,০০০/- টাকা (দুই বছর)।
২) Graduate- বার্ষিক ১৫,০০০/- টাকা (তিন বছর)।
৩) Post Graduate- বার্ষিক ২০,০০০/- টাকা (দুই বছর)।

আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২২

আবেদন পদ্ধতি- যে সকল ছাত্র ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে উপরের উল্লেখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা LIC HFL Vidyadhan স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ ২০২২

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।
২) মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের কালার ছবি।
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)
৬) ব্যাংক একাউন্টের জেরক্স।
৭) কাস্ট সার্টিফিকেট।

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২২

Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Related Articles