Primary TET Wrong Answer: প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ কে বিতর্কমুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বাস্তবে তা হলো না। ২০২২ টেট নিয়ে এবার সৃষ্টি হয়েছে বিতর্কের। বুধবার শুক্লা ভট্টাচার্য সহ আরও বেশ কিছু জন টেট পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, এবারের টেট প্রশ্নপত্রে সাতটি প্রশ্নে ভুল রয়েছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট মামলাটির শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
টেট পরীক্ষার্থীদের দাবি, টেট পরীক্ষার পর পর্ষদের তরফে প্রকাশিত ‘অ্যানসার কি’ মিলিয়ে দেখতে ভুল প্রশ্নের বিষয়টি উপলব্ধি করেন তাঁরা। পরীক্ষার্থীদের অভিযোগ, প্রাইমারি টেটের প্রশ্নপত্রে যেমন প্রশ্নে ভুল ছিল তেমনই বেশ কিছু প্রশ্নের অপশনেও অসঙ্গতি ছিল। প্রাইমারি টেট ২০২২ এর যে সাতটি প্রশ্নের জন্য মামলা দায়ের হয়েছে তা তালিকার মাধ্যমে দেখানো হলো
আরও পড়ুনঃ প্রাইমারি টেট 2022 কি বাতিল হবে?
ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা। প্রথম থেকেই আঁটোসাঁটো নিরাপত্তায়পরীক্ষা পরিচালনায় উদ্যোগী ছিল পর্ষদ। জানানো হয়েছিল স্বচ্ছ পথে পরীক্ষা পরিচালিত হবে। এছাড়া পরীক্ষাকে বিতর্কমুক্ত রাখতে গৃহীত হয় একাধিক নজিরবিহীন পদক্ষেপ। এর আগের টেট পরীক্ষার ভুল প্রশ্নের জন্য মামলা দায়ের হয়েছিল আদালতে। একবার ফের টেট প্রশ্নপত্রের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, জানা যাচ্ছে আগামী সপ্তাহে সংশ্লিষ্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।