চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? | ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোন নদীর উপর?

ভারতের দীর্ঘতম নদী বাঁধ: ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেরই এই প্রশ্নের উত্তর জানা রয়েছে। কিন্তু আবার অনেকেরই ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? সে বিষয়টি অজানা রয়েছে। আজকের এই প্রতিবেদনে ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি? ও ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

ভারতের দীর্ঘতম নদী বাঁধ (Longest Dam in India)

ভারতের দীর্ঘতম নদী বাঁধ হল হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলায় অবস্থিত। ভারতের দীর্ঘতম নদী বাঁধ হওয়ার সঙ্গে সঙ্গে হীরাকুদ বাঁধটি বিশ্বের দীর্ঘতম বাঁধ। মোট দৈর্ঘ্য 25.79 কিমি এবং প্রধান বাঁধটির দৈর্ঘ্য 4.8 কিমি। হীরাকুদ বাঁধ প্রকল্পের নির্মাণ কার্য শুরু হয়েছিল 1948 সালে এবং নির্মাণ কার্য শেষ হয়েছিল 1953 সালে। হীরাকুদ নদী বাঁধ প্রকল্পটি সম্পূর্ণ করতে মোট 1000.2 মিলিয়ন টাকা ব্যয় হয়েছিল।

[quads id=10]

ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোন নদীর উপর

ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ বাঁধটি মহানদী নদীর উপর অবস্থিত। মহানদী নদীটি ওড়িশার দুঃখ নামে পরিচিত। মহানদী ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ড, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ এর উপর দিয়ে প্রবাহিত।

আরও পড়ুনঃ ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ ও সাল 

[quads id=10]

ভারতের দীর্ঘতম নদী বাঁধ

হীরাকুদ বাঁধ (Hirakud Dam)

হীরাকুদ বাঁধটি মূলত ওড়িশা উপকূলবর্তী অঞ্চলকে তীব্র বন্যার প্রভাব থেকে রক্ষার জন্য নির্মিত করা হয়েছে। বর্তমানে এই বাঁধটি একসঙ্গে 12 লক্ষ কিউসেক জল নির্গমন করতে পারে। জল নির্গমনের জন্য বাঁধটিতে মোট 98 টি গেট রয়েছে, যার মধ্যে 64 টি স্ল্যুইস গেট এবং 34 টি ক্রেস্ট গেট রয়েছে। হীরাকুদ বাঁধটির সাহায্যে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও অনেকটা অগ্রগতি হয়েছে।

ভারতের দীর্ঘতম নদী বাঁধ

[quads id=10]

হিরাকুদ বাঁধটি নির্মাণের পর লক্ষাধিক মানুষ তার ইতিবাচক প্রভাব পেয়েছে। কিন্তু পৃথিবীর এই দীর্ঘতম বাঁধটি নির্মাণের সময় কয়েক হাজার মানুষ তার নেতিবাচক প্রভাবের সম্মুখীন হয়েছিল। প্রায় 1.5 লক্ষ মানুষ এই প্রকল্পের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং 22000 পরিবার বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছিল।

হীরাকুদ বাঁধ (FAQs)

ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কি?

উত্তর: হীরাকুদ বাঁধ

পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধের নাম কি?

উত্তর: হীরাকুদ বাঁধ

হীরাকুদ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: ওড়িশা

ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোন নদীর উপর?

উত্তর: মহানদী

join Telegram

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ