চাকরির খবর

চাকরি নেই রাজ্যে! ফুচকা দোকান খুললেন এম.এ পাশ মেয়ে

Advertisement

চাকরির খোঁজে ব্যার্থ এম. এ পাশ শিম্পি এখন ফুচকা দোকান চালাচ্ছন। রাজ্যে সরকারি চাকরির দেখা নেই। নতুন নিয়োগ তো দূর অস্ত যে কটা নিয়োগ হছে সেগুলিও দুর্নীতির কারণে আইনি জটিলতায় আটকে। এমতাবস্থায় নিজের স্বপ্ন পূরনের জন্য শেষে ফুচকার ব্যাবসা শুরু করলেন নদিয়ার এম. এ পাশ তরুণী শিম্পি সাহা। এখন তুমুল জনপ্রিয় শিম্পির ফুচকার দোকান। ব্যবসা চালানোর সাথে সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি করছেন বলেও জানান তিনি। তবে যেকোন ব্যাবসা করা তাঁর দীর্ঘ দিনের স্বপ্ন ছিল।

গত ডিসেম্বর মাস থেকে ফুচকার ব্যাবসা শুরু করেছেন শিম্পি। শক্তি নগর থেকে দোগাছির রাস্তায় যাওয়ার পথে শনি মন্দিরের উলটো দিকে নিজের মতো করে সাজিয়ে এই ফুচকার দোকান করেছেন তিনি। ইতিমধ্যে ব্যাবসায় ভালো প্রসারও জমিয়ে নিয়েছেন তিনি। দূর-দূরান্ত থেকে লোক এসে ভিড় জমায় তাঁর দোকানে। নিজের এলাকার লোক তো বটেই সেই সাথে বাইরের থেকে লোকজনেরা ফুচকা খেতে আসেন শিম্পির দোকানে।

চাকরির খবরঃ ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর

নিজের স্বপ্ন পূরনের লক্ষ্যে ও বেকার জীবন থেকে মুক্তি পেতে বহু তরুন- তরুনীরা কোথাও চায়ের দোকান তো আবার কোথাও চপ ভাজার ব্যাবসা শুরু করার কথা খবরের কাগজে প্রায়শই দেখা যায়। ঠিক সেইরকমই নদীয়া জেলার কৃষ্ণনগরের শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি তাঁর স্বপ্নকে বাস্তব বায়িত করতে চাকরির আশায় বসে না থেকে ফুচকা ব্যাবসার উদ্যোগ নেন। ব্যাবসা শুরু করার আগে তিনি ভেবেছিলেন যে হয়তো তাঁর মত শিক্ষিত মেয়ের পক্ষে ফুচকা বিক্রি করা নিয়ে অনেকে নেতিবাচক কথা বলবেন। কিন্তু তা হয় নি। সবাই তারই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ
সরকারি অফিসে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ চলছে

করোনা কালে যেখানে হাজার হাজার মানুষ কর্মচ্যুত হয়ে পড়েছেন। কর্মসংস্থানের জন্য হয়রানি খেতে হচ্ছে। সেখানে শিম্পি সাহার এই অভিনব উদ্যোগ কে সবাই প্রশংসা করেছেন। শিম্পির এই উদ্যোগের জন্য খুশি পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা। তবে অনেকর মতে, রাজ্যে যে চাকরির খুব অভাব রয়েছে তা শিম্পির মতো শিক্ষিত মেয়ের জীবনবস্থাই প্রমাণ করে দিয়েছে।

Related Articles