এদিন শুক্রবার ২ ফেব্রুয়ারি থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে পরীক্ষা শুরু হচ্ছে অনেক সকালে, ৯ টা ৪৫ মিনিটে। পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌঁছোবার জন্যই এদিন সকাল থেকে রাস্তায় বেরিয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী সহ তাঁদের অভিভাবকরা। এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল থেকেই বিভিন্ন রুটে অতিরিক্ত যানবাহন চালাচ্ছে রাজ্যের পরিবহন দপ্তর। লোকাল ট্রেনগুলির ক্ষেত্রেও নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত।
এসবের বাইরে পরীক্ষাকে ত্রুটি মুক্ত এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবার বেশকিছু বাড়তি পদক্ষেপ নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা থেকে, পরীক্ষার্থীদের চেকআপ সবেতেই আছে আঁটোসাঁটো বন্দোবস্ত। বিগত বছরগুলিতে আসা প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে এবার প্রশ্নপত্রে বিশেষ কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এরই মাঝে হঠাৎ বিপত্তি। পরীক্ষা শুরুর কিছু পরেই মালদহের দুই ছাত্রের পরীক্ষা বাতিল করল পর্ষদ। তাদের বিরুদ্ধে অভিযোগ এই যে, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মোবাইলের সাহায্যে তারা সেই প্রশ্নপত্রের ছবি তুলছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় স্কুল কতৃপক্ষ। বাতিল করা হয় ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষা।
আরও পড়ুনঃ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2024
সূত্রের খবর, কিভাবে পরীক্ষার হল পর্যন্ত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করল ওই দুই পরীক্ষার্থী সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পর্ষদ। সংশ্লিষ্ট ঘটনার ভিত্তিতে শাস্তির মুখে পড়তে চলেছেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। এই খবর আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। আঁটোসাঁটো ব্যবস্থার মাঝেও কিভাবে ঘটছে এমন বিভ্রান্তি সে নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। পরীক্ষা শুরুর দিনে এমন খবর যথেষ্ট চাপে ফেলল পর্ষদকে। বাকি দিনগুলিতে কি হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।