হাতে আর মাত্র দুটি সপ্তাহ। এরপরই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে শুরু হবে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন নোটিফিকেশন জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।
নতুন নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ১ টা পর্যন্ত। এদিন বৃহস্পতিবার পর্ষদের তরফে প্রকাশিত নোটিফিকেশনে এই পরিবর্তিত সময়সূচি উল্লেখ করা হয়েছে। পর্ষদ সচিব সুব্রত ঘোষ এই নোটিফিকেশন প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। তবে ঠিক কি কারণে এই পরিবর্তন সে বিষয়ে এখনও স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2024
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়নি। পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী যে দিনগুলিতে যে বিষয়ের পরীক্ষা হওয়ার কথা উক্ত দিনে সেই নির্ধারিত বিষয়ের পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদের এই নতুন নোটিফিকেশন জারি হওয়ার পর কিছুটা উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল নটা বেজে ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয় প্রস্তুত হয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য হাতে অনেকটাই কম সময় পাবেন পরীক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিন্তা ব্যক্ত করেছেন অভিভাবকদের একাংশ।