রাত পোহালেই শুরু মাধ্যমিক। প্রতিবছরের মতো এবছরেও লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বসবেন পরীক্ষায়। পশ্চিমবঙ্গের স্কুল স্তরের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination), পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য বছরভর পরিশ্রম করেন ছাত্র-ছাত্রীরা। পরবর্তীতে উচ্চশিক্ষায় অংশ গ্রহণ করতে মাধ্যমিকের রেজাল্ট ভালো করা একান্ত জরুরি। সন্তানদের রেজাল্ট যাতে ভালো হয়, তার জন্য অভিভাবকদের মধ্যেও থাকে চাপা টেনশন। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চূড়ান্ত প্রস্তুতি নেয় মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকার। কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যদি কোনোও অসুবিধায় পড়েন তখন কী করণীয় পরীক্ষার্থীদের? যাতায়াতের সময়, পরীক্ষা কেন্দ্রে যদি কোনোও সমস্যায় পড়েন অথবা যদি প্রশ্ন সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধা হয়, তখন কী করতে হবে? আসুন জেনে নেওয়া যাক।
✅ মাধ্যমিকের দিনগুলিতে পথে কোনো সমস্যা হলে কী করবেন?
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবছর মাধ্যমিক শুরু হবে সকাল ৯ টা ৪৫ থেকে। অর্থাৎ পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে কেন্দ্রে পৌছতে হবে পরীক্ষার্থীদের। প্রতি বছরের নিয়ম মেনে রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে মাধ্যমিক। পরীক্ষা সেন্টার নিকটস্থ হতে পারে। আবার দূরেও পড়তে পারে। তাই পরীক্ষার দিন কেন্দ্রে পৌছনোর জন্য অন্ততঃ এক ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবেন। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পথে অতিরিক্ত যানবাহন চলবে। শিয়ালদা ডিভিশনের প্যাসেঞ্জার বা EMU ট্রেনগুলিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে। এছাড়া যানজট এড়াতে যান চলাচলে নিয়ন্ত্রণ রাখবে পরিবহন দফতর। মাধ্যমিকের দিনগুলিতে পথে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গেই তাঁদের সঙ্গে যোগাযোগ করুন। নিজেদের সমস্যার কথা খুলে বলুন। আপনার সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাঁরা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখবে মধ্যশিক্ষা পর্ষদ। কন্ট্রোল রুমের নম্বর অবশ্যই সঙ্গে রাখুন যেকোনো অসুবিধায় পড়লে সরাসরি সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ স্থাপন করবেন।
✅মাধ্যমিক পরীক্ষার হলে কোনো অসুবিধায় পড়লে কী করবেন?
মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌছনোর পর যে যার নিজের স্থানে বসে পড়তে হবে পরীক্ষার্থীদের। সময় মতো কোশ্চেন পেপার দেবেন পরীক্ষক। কিন্তু যদি পরীক্ষা কেন্দ্রে কোনো অসুবিধা হয় তখন কী করণীয় সেটাও জেনে রাখা দরকার। প্রত্যেকটি একজামিনেশন সেন্টারে থাকবেন ইনভিজিলেটর। তাঁদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে এবং পরীক্ষার্থী দের উপর নজর রাখার দায়িত্ব বর্তাবে তাঁদের উপর। সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলা, ইনভিজিলেটর ও সহ-পরীক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। যদি কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে সমস্যায় পড়েন তবে ইনভিজিলেটর দের জানান। সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা করবেন তাঁরা।
✅ মাধ্যমিক পরীক্ষার কোনো প্রশ্ন নিয়ে সমস্যায় পড়লে কী করবেন?
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তা মন দিয়ে পড়ে নিতে হবে। তবে যদি প্রশ্ন সংক্রান্ত বিষয়ে কোনো অসুবিধা হয়, তবে সহ-পরীক্ষার্থীদের জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। বদলে সমস্যার কথা জানান ইনভিজিলেটরদের। যদি সম্ভব হয় তবে নিশ্চয়ই এ বিষয়ে যথাযথ সাহায্য করবেন তিনি।
পরীক্ষা নিয়ে অতিরিক্ত টেনশন করবেন না। ঠান্ডা মাথায় পরীক্ষা দিন। সমস্ত উত্তর সঠিক ও সুনির্দিষ্ট ভাবে খাতায় লেখার চেষ্টা করুন। সকলের পরীক্ষা ভালো হোক। ‘Exam Bangla’-এর তরফে রইলো অনেক শুভকামনা।