শিক্ষার খবর

Madhyamik 2024: মে মাসে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, তারিখ সহ বিস্তারিত জেনে নিন

Advertisement

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ইতিমধ্যেই। বিগত বছরের তুলনায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজ্যের প্রত্যেকটি জেলায় নির্ধারিত পরীক্ষা সেন্টারে পরীক্ষা শেষ হয়েছে প্রায় নির্বিঘ্নে। পরীক্ষা শেষের পরে প্রায় এক মাসের কাছাকাছি সময় অতিক্রান্ত হয়েছে। এবার পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় আছেন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। মাধ্যমিকের ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিল মধ্যশিক্ষা পর্ষদ।

বেশ কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বলা হয়েছিল এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে মাধ্যমিক ২০২৪ -এর ফলাফল প্রকাশ করা হবে। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ থেকে ৯০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এবারের মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানানো হয়েছে।

মাধ্যমিক রেজাল্ট ২০২৪ সংক্রান্ত খবর সবার প্রথম পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇👇

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হল

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মে মাসের তৃতীয় সপ্তাহে মাধ্যমিক ২০২৪ এর রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী সম্ভাব্য আগামী ১৯ মে ২০২৪ তারিখে সকাল ১০ টার সময় মাধ্যমিক ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হবে। ঐদিন সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। মাধ্যমিকের ফলাফলের তারিখ ঘোষণা হওয়ার পর স্বভাবতই খুশি এবারের পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পরবর্তী আপডেট পাওয়ার জন্য Exam Bangla ‘র ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

Related Articles