দোরগোড়ায় ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। ছাত্র- ছাত্রীরা ইতিমধ্যেই যথেষ্ট মনোযোগ সহকারে লেখাপড়া করছে। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। টিম এক্সাম বাংলা ইতিমধ্যেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের উত্তর সহ প্রকাশ করেছে। অনেক ছাত্র- ছাত্রী ওই সাজেশন থেকে প্রস্তুতি নিচ্ছে। আজকের এই পোস্টে তোমরা পাবে মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য ৫ নম্বরের হট প্রশ্ন, যেগুলি পড়ে পরীক্ষা দিতে যেতে হবে।
মাধ্যমিক ২০২৫ ভূগোল ৫ নম্বরের প্রশ্নের সাজেশন
টিম এক্সাম বাংলা মাধ্যমিক পরীক্ষার জন্য যে উত্তর সহ সাজেশন প্রকাশ করেছে, সে বিষয়ে তোমরা নিশ্চই অবগত আছো। ওই সাজেশনে অধ্যায় অনুযায়ী প্রশ্ন ও তার উত্তর দেওয়া ছিল। তবে আজকের এই পোস্টে যেসব ৫ নম্বরের প্রশ্নগুলি দেওয়া হবে সেগুলি মুখস্ত না করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। কারণ প্রতিটি প্রশ্নই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে। হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়ে গেলে ভালো নম্বর তোলা প্রায় অসম্ভব।
মাধ্যমিক ভূগোল সাজেশন (৫ নম্বরের প্রশ্ন)
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলীঃ (প্রতিটি প্রশ্নের মান- ৫)
- মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটছে? কীভাবে এর প্রতিকার করা সম্ভব?
- বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও।
- হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও।
- হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা করো।
- পরিচলন, শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো।
- আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য লেখো।
- জোয়ারভাটা কীভাবে সংগঠিত হয়, তা আলোচনা করো।
- ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।
- ভারতের কৃষির প্রধান সমস্যা গুলি কী? সেগুলি সমাধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
- ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি ব্যাখ্যা করো।
- ভারতে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো।
আরও পড়ুনঃ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫
অনেক ছাত্র- ছাত্রীরা ৩ নম্বরের প্রশ্নের সাজেশন খোঁজে। ৩ নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া একটু কঠিন। তবুও তোমাদের মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য ২০২৫ সালে মাধ্যমিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ নম্বরের প্রশ্ন দেওয়া হলো। এইসব প্রশ্ন থেকেই যে পরীক্ষায় কমন আসবে এমন কোনো কথা নেই। কিন্তু এইসব প্রশ্নগুলি তোমাদের ভালো করে পড়ে যেতে হবে।
মাধ্যমিক ভূগোল সাজেশন (৩ নম্বরের প্রশ্ন)
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলিঃ (প্রতিটি প্রশ্নের মান- ৩)
1) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে তৈরি হয়?
2) নদীর নিম্নগতিতে কীভাবে বদ্বীপ সৃষ্টি হয়?
3) ধোঁয়াশা কী? ধোঁয়াশা কীভাবে সৃষ্টি হয়?
4) পৃথিবীর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু বিরাজ করে? এই জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
5) নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
6) বায়ুমন্ডলে গ্রিনহাউস এফেক্ট কীভাবে সৃষ্টি হয়?
7) ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো।
8) ‘মুখ্য জোয়ার’ ও ‘গৌণ জোয়ার’ -এর মধ্যে পার্থক্য লেখো।
9) নিউফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন?
10) বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কী?
11) কী কী পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়?
12) গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী?
13) ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা করো।
14) জল সংরক্ষণ কী? জল সংরক্ষণের গুরুত্ব লেখো।
15) বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা কী?
16) ভারতীয় কৃষিতে সবুজবিপ্লব বলতে কী বোঝ?
17) দুর্গাপুরকে ‘ভারতে রুঢ়’ বলা হয় কেন?
18) দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো।
19) উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
আরও পড়ুনঃ ২০২৫ মাধ্যমিক পরীক্ষার উত্তরসহ সাজেশন