শিক্ষার খবর

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ শিক্ষামন্ত্রীর! নয়া সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থীরা

বছরে দুবার বোর্ড পরীক্ষা নিয়ে এবার স্পষ্ট বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন সিদ্ধান্তের কথা জানালেন তিনি। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

দেশে নয়া শিক্ষা নীতি কার্যকর হওয়ার পর থেকেই জানা যাচ্ছিল দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আসবে। এও জানানো হয় যে, বছরে দুবার করে বোর্ড পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বোর্ড পরীক্ষা নিয়ে এহেন সিদ্ধান্ত শুনে রীতিমতো ধন্দে পড়েন পরীক্ষার্থীরা। তবে এবার পরীক্ষার্থীদের সমস্ত সংশয় কাটালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, দুবার বোর্ড পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য দুবার করে সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। ঠিক যে রকম JEE পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য থাকে। পরীক্ষার্থীরা এর মধ্যে যে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাবেন, তা তিনি বেছে নিতে পারবেন। আসলে, বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় পরীক্ষার্থীদের মনে হয়, একটা সুযোগে খারাপ নম্বর মানে গোটা বছরটিই নষ্ট। এতে তাঁদের মানসিক চাপ বাড়ে। তাই পরীক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্যই দুবার করে বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার যদি পরীক্ষার্থীর মনে হয়, প্রথম পরীক্ষা তাঁর যথেষ্ট ভালো হয়েছে তাই দ্বিতীয় পরীক্ষা দেবেন না, তবে সেটা তাঁর সম্পূর্ণ ঐচ্ছিক সিদ্ধান্ত। এতে কোনো বাধ্যবাধকতা থাকছে না। অন্যদিকে, পশ্চিমবঙ্গের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব অনুসারে বলা যায়, পরের শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা যে দুই ভাগে হবে, তার গড় নম্বর নিয়ে মার্কশিট তৈরি হবে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা

আরও পড়ুনঃ রাজ্যের কলেজে বাধ্যতামূলক হচ্ছে ইন্টার্নশিপ

কিছুদিন আগে এক সংবাদমাধ্যমের কাছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হবে সেমিস্টার পদ্ধতি। সেখানে বছরে দুবার যে বোর্ড পরীক্ষা হবে, তার গড় নম্বর নিয়ে তৈরি হবে মার্কশিট। দুটির মধ্যে পরীক্ষার্থীরা যেটিতে ভালো নম্বর পাবেন, সেই নম্বরটি গ্রাহ্য করা হবে। তবে সংসদ সভাপতি এও জানিয়েছেন যে, সংশ্লিষ্ট প্রস্তাবটি রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে পরীক্ষার্থীদের সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা

Related Articles