Madhyamik Exam 2023: কিছুদিনের মধ্যেই শুরু হবে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এর আগেই প্রকাশ পেয়েছিল মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। সেখানে জানানো হয়েছিল, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ৪ই মার্চ পর্যন্ত। তবে সম্প্রতি পরীক্ষার সময়সূচিতে কিছু বদল আনলো মধ্যশিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদ সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জেরে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ২৭শে ফেব্রুয়ারির পরিবর্তে অনুষ্ঠিত হবে আগামী ১লা মার্চ নাগাদ। পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে।
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। আয়োজিত হয়েছে পরীক্ষার্থীদের জন্য কাউন্সিলিং কর্মসূচি। মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তৎপর রাজ্য প্রশাসন থেকে মধ্যশিক্ষা পর্ষদ। জারি হচ্ছে বহু নিয়ম, গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর আগেই মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার কার্যত উপনির্বাচনের জেরেই পিছিয়ে দেওয়া হলো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার তারিখ। পূর্ব প্রকাশিত পরীক্ষাসূচিতে যেখানে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল ফেব্রুয়ারির ২৭ তারিখ সেখানে নতুন সূচি অনুসারে ইতিহাস পরীক্ষা হবে মার্চের ১ তারিখ নাগাদ।
আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
এ প্রসঙ্গে পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের নির্ঘন্ট সামনে আসতেই জানা যায় ওই একই দিনে পড়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। নির্বাচনের দিন অশান্ত হতে পারে পরিস্থিতি। এরই মধ্যে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকায় চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা। তবে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
Madhyamik Suggestion 2023 PDF: Download Now
এদিন প্রকাশিত বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনের জেরে মাধ্যমিকের পরীক্ষাসূচিতে বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে ইতিহাস পরীক্ষার পরিবর্তিত তারিখটিও জানিয়ে দিয়েছে পর্ষদ। এছাড়া পর্ষদ জানিয়েছে, পরীক্ষার স্থান ও সময় একই রাখা হচ্ছে। সাথে মাধ্যমিকের অন্যান্য পরীক্ষার দিনক্ষণ অপরিবর্তিত থাকছে।