২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজন করা হবে মাধ্যমিক। প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন পরীক্ষায়। এদিকে রাজ্যে ভাইরাসের সংক্রমণে অসুস্থ হচ্ছেন বহু পড়ুয়া। তাই পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এবার পদক্ষেপ গ্রহণ করলো মধ্যশিক্ষা পর্ষদ।
জানানো হয়েছে, চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষা কেন্দ্রে রাখা হবে ‘সিক রুম’। পরীক্ষার্থীরা অসুস্থ বোধ করলে যাতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়, সে উদ্দেশ্যে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসের প্রকোপ বাড়ছে। সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হচ্ছেন বহু পড়ুয়া। শারীরিক অসুস্থতায় তাঁদের স্কুলে যেতে নিষেধ করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশ, মাধ্যমিক পরীক্ষার আগে অসুস্থ বোধ করলে যেন দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এ বিষয়ে সচেতনতা মেনে চলা হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023
চলতি বছরের মাধ্যমিক নিয়ে অত্যন্ত সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় কোনোরকম ত্রুটি রাখতে চাইছে না পর্ষদ। তাই পরীক্ষার আগেই যাবতীয় দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো স্বাস্থ্য সুরক্ষার নিশ্চিতকরণে এবার পরীক্ষা কেন্দ্রে ‘সিক রুম’ বন্দোবস্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।