আগামী বছরের শুরুর দিকে আরম্ভ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে আরম্ভ হবে পরীক্ষা যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে মিলবে, তা জানতে প্রশ্ন তুলছে পরীক্ষার্থীরা। তাই এবার অ্যাডমিট দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীরা কবে হাতে অ্যাডমিট পাবে; স্পষ্ট করেছে পর্ষদ। ইতোমধ্যে পর্ষদ সূত্রে খবর, মিড জানুয়ারির মধ্যে স্কুলে স্কুলে পৌছে দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি ২০২৪ তারিখে পর্ষদের তরফে প্রতিটি স্কুলে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। পরীক্ষা যেহেতু ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেহেতু মাধ্যমিকের সাতদিন আগে হাতে অ্যাডমিট পাবেন পরীক্ষার্থীরা। প্রতি বছরই এই নিয়মে অ্যাডমিট দেয় পর্ষদ। এবারও তার ব্যতিক্রম হবে না। সূত্রের খবর, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা ২৫ জানুয়ারির এক-দুই দিন আগে বা পরে নিজেদের অ্যাডমিট কার্ড পেতে পারেন। এই অ্যাডমিট কার্ডে ছাত্রছাত্রীদের নাম, রোল নম্বর, পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়সূচি-সহ সমস্ত তথ্য থাকবে। সঙ্গে থাকবে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে যেতে পারবেন না। পরীক্ষার প্রতিদিন অবশ্যই অ্যাডমিটটি নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে চারবার পরীক্ষা দেওয়ার সুযোগ
প্রসঙ্গত, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নফাঁস রুখতে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। এই বছর ব্যবহার করা হবে বিশেষ এআই কোড। যাতে প্রশ্ন ফাঁসের মতলব থাকলেই হাতেনাতে ধরা পড়েন উক্ত পরীক্ষার্থী। এছাড়া, সিসিটিভি নজরদারি-সহ পুলিশি ঘেরাটোপ থাকছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে। মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য প্রশাসন মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনো খামতি রাখতে নারাজ।