শিক্ষার খবর

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন নির্দেশ দিল হাইকোর্ট! জেনে নিন কখন থেকে শুরু হবে পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট। বিরাট ভর্ৎসনার মুখে মধ্য শিক্ষা পর্ষদ। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

চলতি বছরের মাধ্যমিক নিয়ে ছাত্রছাত্রীদের বিভ্রান্তির শেষ নেই। আর সেই বিভ্রান্তির কারণ পরীক্ষার সময়। প্রায় সাড়ে তিন দশকের নিয়ম বদলে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার সময়কে এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নয়া নির্দেশ বলছে, প্রায় দুই ঘন্টা এগিয়ে এল মাধ্যমিক পরীক্ষা। নতুন এই সিদ্ধান্ত অনুসারে ১১ টা ৪৫-এর বদলে ৯ টা ৪৫ থেকে শুরু হবে মাধ্যমিক। গত ১৮ জানুয়ারি এই নির্দেশ আসার পরই পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র অশান্তির সূত্রপাত হয়। পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন শিক্ষক সংগঠন। সম্প্রতি এই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। কী জানানো হচ্ছে হাইকোর্টের তরফে? জেনে নিন পরীক্ষার্থীরা

✅ মাধ্যমিকের সময়সীমা নিয়ে পর্ষদের নির্দেশ

গত ১৮ জানুয়ারি মাধ্যমিকের সময়সীমা সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার পরে সাংবাদিক বৈঠক ডেকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের জানান, যেহেতু পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ থেকে তাই ৮ টা ৩০-এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে চলে আসতে হবে সকল পরীক্ষার্থীদের। এই প্রসঙ্গে ছাত্রছাত্রীদের অভিমত ছিল, রাজ্যের প্রত্যন্ত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা এর ফলে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হবেন। কারণ অত সকালে তাঁদের কেন্দ্রে পৌছতে ভোগান্তির শিকার হতে হবে। পাশাপাশি, এতটা সকালে প্রশ্নপত্র নিয়ে আসার সময় সমস্যার মুখে পড়তে পারেন শিক্ষকেরাও। সেক্ষেত্রে কেন্দ্রে প্রশ্নপত্র পৌছতে দেরী হলে পরীক্ষা থমকে যাওয়ার সম্ভাবনাকেও তুলে ধরছিলেন বিশেষজ্ঞরা। তাই অনেক অভিভাবক ও ছাত্রছাত্রীরাই এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলেন। যার প্রেক্ষিতে মামলার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত।

আরও পড়ুনঃ শেষ মুহূর্তের বাছাই করা মাধ্যমিক সাজেশন

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন নির্দেশ দিল হাইকোর্ট

✅ মাধ্যমিকের সময়সীমা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় (WB Madhyamik Exam Time 2024)

মাধ্যমিকের সময় সংক্রান্ত মামলা আদালতে ওঠার পর তা পর্যবেক্ষণ করেন হাইকোর্টের বিচারপতি। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর বেশিদিন বাকি না থাকায় দ্রুত মামলার রায় ঘোষণা করে আদালত। সম্প্রতি মামলার শুনানিতে আদালত স্পষ্টভাবে জানায়, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নতুন নির্ঘন্ট মেনেই হবে। অর্থাৎ, পর্ষদের সিদ্ধান্ত মাফিক সকাল ৯ টা ৪৫ মিনিট থেকেই আরম্ভ হবে মাধ্যমিক।

পাশাপাশি, পরীক্ষা শুরুর দিন কয়েক আগে পর্ষদের এই হঠকারী সিদ্ধান্তের ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, পরীক্ষা শুরুর আগে আর যেন কোনো নতুন সিদ্ধান্ত না নেওয়া হয় যার কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তির মুখে পড়েন। অতএব আদালতের রায় থেকে বোঝাই যাচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ থেকেই।

প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ২০২৪ যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পেয়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা সম্পর্কিত নির্দেশ বর্ণনা করা হয়েছে অ্যাডমিটে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সঠিক ভাবে প্রস্তুতি নিলে সকলের পরীক্ষা অবশ্যই ভালো হবে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। সকলের পরীক্ষা ভালো হোক।

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন নির্দেশ দিল হাইকোর্ট

Related Articles