শিক্ষার খবর

Madhyamik Exam 2024: মাধ্যমিক পরীক্ষায় জারি হচ্ছে নতুন নিয়ম! বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিক পরীক্ষার আগে নতুন নিয়ম জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। বিস্তারিত পড়ুন আজকের এই প্রতিবেদনে।

Advertisement

ফেব্রুয়ারি মাসের শুরুতেই আরম্ভ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২৪। প্রথম থেকেই পরীক্ষা নিয়ে বিশেষ সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক ২০২৪ -এ সকল ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের জন্যও জারি করা হয়েছে বেশ কিছু নিয়মকানুন। পর্ষদের কড়া বার্তা, যদি নিয়ম না মানা হয়, তবে উক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। তবে কোন নিয়ম জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ? জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পর্ষদ অনুমোদিত মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে কর্মরত শিক্ষকদের যে তথ্য পর্ষদের কাছে রয়েছে, তা এবার আপডেট করতে হবে। তথ্য আপডেট করতে হবে নির্দিষ্ট একটি পোর্টালে। শিক্ষক-শিক্ষিকারা তাঁদের যোগাযোগ নম্বর, যোগ্যতা ও অভিজ্ঞতা এগুলি আপডেট করবেন। জরুরি ভিত্তিতে এই তথ্যগুলি আপডেটের নির্দেশ দিয়েছে পর্ষদ। অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে এই তথ্যগুলি আপডেট করতে হবে। তথ্য আপডেট চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিকের আগে এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে পর্ষদ। নতুন নিয়মটি না মানলে উক্ত শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে নেওয়া হবে বিশেষ পদক্ষেপ। কিন্তু ঠিক কোন কারণে নেওয়া হচ্ছে পদক্ষেপ? পর্ষদ তরফে খবর, মাধ্যমিকের মূল্যায়ন প্রক্রিয়ায় যাতে কোনো ভুল না থাকে আর ফলপ্রকাশে যাতে দেরি না হয়, তার জন্যই এহেন সিদ্ধান্ত পর্ষদের। সেই কারণই শিক্ষক দের তথ্য যাচাই ও তথ্য আপডেট প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বাড়তি সুবিধা পাবেন পরীক্ষার্থীরা

join Telegram

প্রসঙ্গত, মাধ্যমিকে এবার যাতে কোনো বিতর্কের পরিস্থিতি না সৃষ্টি হয়, তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। যেমন, প্রশ্নফাঁস রুখতে পাতায় পাতায় ব্যবহার করা হচ্ছে টেকনোলজি। আবার, অঙ্ক পরীক্ষায় গ্রাফ দেওয়ার জন্য প্রয়োজনীয় পন্থা মানছে পর্ষদ। কেবল মাধ্যমিক নয়, উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্যও একাধিক পদক্ষেপ নিচ্ছে শিক্ষা সংসদ। সবমিলিয়ে দুই বোর্ড পরীক্ষায় যাতে এক বিন্দু অশান্তির অবকাশ না থাকে, সেদিকেই বিশেষ নজর রাজ্য সরকারের।

Primary TET 2023

Related Articles