এক নজরে
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF. 2023 সালের মাধ্যমিক ভূগোল সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ভূগোল সাজেশন 2023 PDF তৈরী করেছেন। এই ভূগোল সাজেশনটি ২০২৩ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক ভূগোল সাজেশন PDF টিতে।
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
Madhyamik Geography Suggestion 2023 | |
বিষয় | ভূগোল |
পরীক্ষার সম্ভাব্য তারিখ | ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ |
সাজেশন ফাইল | পিডিএফ |
Dear students, Today we are going to share Madhyamik Geography Suggestion. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik Geography Suggestion PDF 2023.
অনধিক ৩০ টি শব্দে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নর মান ২)
১) পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝ?
২) পেডিমেন্ট বলতে কী বোঝ?
৩) ড্রামলিন কী?
৪) বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়?
৫) নদীবাঁক বা মিয়ান্ডার কাকে বলে?
৬) অবঘর্ষ প্রক্রিয়া কী?
৭) নদীর কাজ কী কী?
৮) হিমপ্রাচীর কাকে বলে?
৯) নদীর বোঝা বলতে কী বোঝ?
১০) ভূমধ্যসাগরীয় জলবায়ু কে পৃথিবীর বিনোদন জলবায়ু বলে কেন?
১১) হিমশৈল কাকে বলে?
১২) হিমবাহ কী? কোন কোন হিমবাহ থেকে গঙ্গা ও যমুনার উৎপত্তি হয়েছে?
১৩) বানডাক কী?
১৪) কিভাবে অশ্বখুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়?
১৫) নবীন ভঙ্গিল পর্বতে অসংখ্য গিরিখাত গড়ে ওঠে কেন?
আরও পড়ুনঃ
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৩
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩
মাধ্যমিক গণিত সাজেশন ২০২৩
১৬) অধঃক্ষেপণ কাকে বলে?
১৭) নদীর ষষ্ঠঘাতের সূত্র কী?
১৮) সমাবর্ষণ রেখা কাকে বলে?
১৯) কিউসেক ও কিউমেক কী?
২০) ধারণ অববাহিকা কী?
২১) সমপ্রায় ভূমি কাকে বলে?
২২) নদীর নিম্ন গতিতে কেন সচরাচর বন্যা দেখা যায়?
২৩) সুন্দরবন অঞ্চলে নদীগুলিতে খাঁড়ি দেখা যায় না কেন?
২৪) মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন?
২৫) নদী অববাহিকা ও জল বিভাজিকা বলতে কী বোঝ?
২৬) নগ্নীভবন কাকে বলে?
২৭) সিজিগি কাকে বলে?
২৮) সমচাপরেখা বা সমপ্রেষার রেখা কাকে বলে?
২৯) ফেরেন সূত্র কী?
৩০) গর্জনশীল চল্লিশা কী?
৩১) প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে?
৩২) অ্যালবেডো কী?
৩৩) চিনুক কী?
৩৪) বায়ু অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া ভূমি থেকে সামান্য উপরে অধিক কার্যকরী হয় কেন?
৩৫) জৈব গ্যাস বা বায়ো গ্যাস কী?
৩৬) ওশান ডাম্পিং কী?
৩৭) বিশ্বের উন্নত দেশ গুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয়?
৩৮) বর্জ্য দূষণ কে তৃতীয় দূষণ বলা হয় কেন?
৩৯) অনুশারী শিল্প কাকে বলে?
৪০) দুন বলতে কী বোঝ?
৪১) কয়াল কী?
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 PDF
৪২) গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম লেখ?
৪৩) অর্থকারী ফসল কী?
৪৪) শিপিং লাইন ও শিপিং লেন কী?
৪৫) মরুস্থলি কথার অর্থ কী? এই প্রকার নামকরনের কারন কী?
৪৬) সবুজ বিপ্লব কী?
৪৭) ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের কারণ কী?
৪৮) SAARC কী?
৪৯) ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে?
৫০) ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন বর্ষণসিক্ত অঞ্চল দুটি কোথায় কোথায় অবস্থিত?
৫১) ভাবর অঞ্চল বলতে কী বোঝ?
৫২) পশ্চাদভূমি কাকে বলে?
৫৩) মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন-ভিত্তিক শিল্প বলা হয় কেন?
৫৪) হামাদা কী?
৫৫) পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কী?
৫৬) হীরক চতুর্ভুজ প্রকল্প কী?
৫৭) পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে কেন?
৫৮) ভারতের চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লেখ?
৫৯) উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন?
৬০) ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কী?
৬১) উত্তর ভারতের সমভূমিকে ভারতের ‘শস্যভান্ডার’ বলা হয় কেন?
৬২) দক্ষিণ ভারতের যে-কোনো দুটি গিরিপথের নাম লেখ?
৬৩) কৃষি উন্নয়নে রেলপথের ভূমিকা কতখানি?
৬৪) গোদাবরীর কয়েকটি উপনদী ও শাখা নদীর নাম লেখ?
৬৫) ভুর ও রেগুর কী?
৬৬) খাম্বাত উপসাগরে এসে মিশেছে এরূপ দুটি নদীর নাম লেখ।
৬৭) রজ্জুপথ বলতে কী বোঝো?
৬৮) খারিফ ফসল কী?
৬৯) উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় কোথায় দেখা যায়?
৭০) সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হওয়ার কারণ কী?
৭১) ভারতের দুটি কৃষিভিত্তিক এবং খনি ভিত্তিক শিল্পের নাম লেখ?
৭২) ভারতের প্রথম দুটি কফি উৎপাদক রাজ্যের নাম লেখ?
৭৩) পেট্রোরসায়ন শিল্পকে ‘সূর্যোদয়ের’ শিল্প বলা হয় কেন?
৭৪) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমঘাট পর্বতের পশ্চিমভাগে চিরহরিৎ বনভূমি গড়ে উঠেছে কেন?
৭৫) কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন?
৭৬) ভূবৈচিত্র সূচক মানচিত্র কী?
৭৭) উপগ্রহ চিত্রের যেকোনো দুটি গুরুত্ব লেখো।
৭৮) ভূষমলয় উপগ্রহ কী?
৭৯) টোপো মানচিত্র বা বদভূমিরূপ কিভাবে বুঝবে?
৮০) ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখ?
Madhyamik Geography Suggestion 2023
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৩)
১) আবহাওয়া ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখ?
২) কী কী ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে?
৩) আপেক্ষিক আদ্রতা বলতে কী বোঝ?
৪) নদীর শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল তা উল্লেখ করো।
৫) জোয়ারভাটার সুফল ও কুফল গুলি লেখ।
৬) অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝ?
৭) নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন?
৮) নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো?
৯) গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য উল্লেখ করো?
১০) ইয়ারদাং ও বারখান-এর মধ্যে প্রভেদ কী?
১১) বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝ?
১২) ওজোনস্তর ধ্বংসের ফলাফল লেখ?
১৩) গৃহস্থালির বর্জ্য পদার্থ বলতে কী বোঝ?
১৪) বর্জ্যের পুনর্নবিকিরণ বলতে কী বোঝায়?
১৫) ‘স্বচ্ছ ভারত অভিযান’ সম্পর্কে কী জান?
১৬) বিদ্যালয়ে আমরা কি কি ধরনের বর্জ্যের সম্মুখীন হই?
১৭) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায় গুলি কী কী?
১৮) চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো?
১৯) গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচি গুলি কী কী?
২০) দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয় কেন?
২১) মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো?
২২) ভারতবর্ষে নগরায়ন সম্পর্কে যা জানো লেখো। এবং এর কারনগুলি সংক্ষেপে আলোচনা কর।
২৩) বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব লেখো।
২৪) ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ কেন? অথবা, অসমে প্রতিবছর বন্যা হয় কেন?
২৫) গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো?
২৬) ডেকানট্র্যাপ বলতে কি বোঝো? অথবা, দক্ষিণাত্য লাভা মালভূমি সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখ?
২৭) কৃষি কাজের জন্য ভারতের জল সেচের প্রয়োজন হয় কেন?
২৮) ভারতে বন্যার কারণগুলি আলোচনা করো?
২৯) থর মরুভূমির সৃষ্টির কারণ কী?
৩০) মৌসুমী বিস্ফোরণ কী?
৩১) ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান উল্লেখ করো?
৩২) ভারতে অতি ঘনবসতির কারণগুলি উল্লেখ করো?
৩৩) ভারতীয় রেলপথের সমস্যা গুলি কী কী?
৩৪) করমন্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
৩৫) কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্বন্ধে আলোচনা করো?
৩৬) ভারতের প্রায় খরা ও বন্যার প্রাদুর্ভাব দেখা যায় কেন?
৩৭) উষ্ণ মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য গুলি উল্লেখ করো?
৩৮) পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখো?
৩৯) হিমালয় পর্বতের বিভিন্ন অংশের স্বাভাবিক উদ্ভিদ বিভিন্ন প্রকৃতির কেন?
৪০) ভারতের বনভূমি কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? অথবা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ বলয়ের নাম লেখ?
৪১) ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয়?
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৫)
১) বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
২) পৃথিবীর বায়ুরচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো।
৩) হোমস্ফিয়ার ও হেটৈরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
৪) জলবায়ু পরিবর্তন কিভাবে লোহাচড়া, ঘোড়ামারা বা নিউমুর দ্বীপকে প্রভাবিত করেছে?
৫) নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি বর্ণনা করো?
৬) বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণগুলি কী কী?
৭) পৃথিবীর বায়ুর চাপ বলয় গুলির পরিচয় দাও এবং সৃষ্টির কারণ আলোচনা করো।
৮) হিমবাহের ক্ষয়কার্যের ফলের সৃষ্ট ভূমিরূপ এর বর্ণনা দাও।
৯) রসে মতানো ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো।
১০) সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আলোচনা করো।
১১) জল সংরক্ষণ কাকে বলে? জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো
১২) চা উৎপাদনে উপযোগী ভৌগোলিক পরিবেশ কী কী?
১৩) ভারতে জলবায়ুর বৈচিত্রের কারণ কী?
১৪) উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও।
১৫) ভারতের বিভিন্ন অঞ্চলে কিভাবে জলসেচ করা হয় বর্ণনা করো।
১৬) ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব লেখো বা ভারতের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় রেলপথের অবদান কতখানি?
১৭) ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস-বয়ান শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী?
১৮) মৃত্তিকা ক্ষয়ের কয়েকটি মনুষ্যসৃষ্ট কারণ লেখ?
Madhyamik All Subject Suggestion Download
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 FAQ
Q: মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf কীভাবে ডাউনলোড করবো?
Ans: আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে।
Q: মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf পেতে গেলে কি টাকা লাগবে?
Ans: না।
মাধ্যমিক ভূগোল সাজেশন PDF 2023 Download Now: Click Here
মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-