২০২৫ সালের মাধ্যমিকের ৩ টি বিষয়ের পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। পরবর্তী পরীক্ষা রয়েছে ইতিহাস বিষয়ের। ১৭ ফেব্রুয়ারি সোমবার মাধ্যমিক ইতিহাস পরীক্ষা রয়েছে। আর এই ইতিহাস বিষয় নিয়ে অধিকাংশ ছাত্র- ছাত্রীদের মধ্যে অনেক ভীতি রয়েছে। তাই পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টিম এক্সাম বাংলা মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন প্রকাশ করল।
মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন
যেকোনো বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী, টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিছু হয় না। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে 2025 সালের মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন তৈরী করা হয়েছে। এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন উত্তরগুলি শেষ বারের জন্য রিভিশন করে নেওয়া দরকার। মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছো তার ওপর ভিত্তি করে তোমরা পরীক্ষায় উত্তর লিখতে পারবে। তবে এই লাস্ট মিনিট সাজেশনের প্রশ্নগুলি তোমরা একবার দেখে নেবে।
অধ্যায়ভিত্তিক কিছু ছোট প্রশ্নের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। মূল পিডিএফে সব প্রশ্ন ও তার উত্তর দেওয়া আছে। সঙ্গে ৮ নম্বরের বড় প্রশ্নের সাজেশন শেষে দেওয়া হয়েছে, যা পরীক্ষার কমন আসবেই।
অধ্যায়ঃ (১ম ও ২য়): [ইতিহাসের ধারণা]; [সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা]
১) নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী?
উত্তরঃ নতুন ইতিহাসের প্রধান বিষয়বস্তু হল সমাজের সকল শ্রেণীর মানুষের ইতিহাস।
২) ভারতে কে নিম্নবর্গের ইতিহাস রচনা করেন?
উত্তরঃ ভারতে 1982 খ্রিস্টাব্দে রনজিৎ গুহ প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন এবং পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে, গৌতম ভদ্র প্রমুখ এই চর্চাকে আরো প্রসারিত করেন।
৩) শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ সচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম ‘প্লেইং ইট মাই ওয়ে’।
৪) ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ ‘বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ গ্রন্থটির লেখক হলেন আশুতোষ ভট্টাচার্য।
৫) ভারতে কবে থেকে বনসংরক্ষণ আইন চালু হয়?
উত্তরঃ ভারতে 1878 খ্রিস্টাব্দ থেকে বন সংরক্ষণ আইন চালু হয়।
অধ্যায়ঃ (৩য় ও ৪র্থ): [প্রতিরোধ ও বিদ্রোহ]; [সংঘবদ্ধতার গোড়ার কথা]
১) কোম্পানি শাসনকালে সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ কোনটি?
উত্তরঃ কোম্পানির শাসনকালে সংগঠিত প্রথম কৃষকবিদ্রোহটি হল চুয়াড় বিদ্রোহ।
২) চুয়াড় বিদ্রোহের প্রধান নেতাদের নাম লেখ।
উত্তরঃ চুয়াড় বিদ্রোহের প্রধান নেতা ছিলেন জগন্নাথ সিংহ, দুর্জন সিং, রানী শিরোমনি প্রমুখ।
৩) ‘কেনারাম’ নামে বাটখারা কী কাজে ব্যবহার হত?
উত্তরঃ ‘কেনারাম’ নামে বাটখারা সাঁওতালদের কাছে পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত।
৪) সাঁওতাল বিদ্রোহে কারা নেতৃত্ব দেন?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহে সিধু ও কানু নামে দুই ভাই, চাঁদ, ভৈরব, বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ নেতৃত্ব দেন।
৫) আদিবাসীরা কাদের ‘দিকু’ বলত?
উত্তরঃ আদিবাসীরা বহিরাগত জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রমুখকে ‘দিকু’ বলত।
৬) ‘দামিন-ই-কোহ’ -এর অর্থ কী?
উত্তরঃ ‘দামিন-ই-কোহ’ কথার অর্থ হল ‘পাহাড়ের প্রান্তদেশ’।
আরও পড়ুনঃ মাধ্যমিক সাজেশন ২০২৫ পিডিএফ
অধ্যায়ঃ (৫ম ও ৬ষ্ঠ): [বিকল্প চিন্তা ও উদ্যোগ]; [বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন]
১) কারা ‘সারা ভারত কিষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা 1936 খ্রিস্টাব্দে ‘সারা ভারত কীষান কংগ্রেস’ প্রতিষ্ঠা করেন।
২) মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়?
উত্তরঃ 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়।
৩) বাংলা দ্বিখন্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তরঃ বাংলা দ্বীখন্ডিত করার পিছনে কার্জনের মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতির ঐক্য ধ্বংস করে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা।
৪) “করেঙ্গে ইয়া মরেঙ্গে”- এটি কার উক্তি?
উত্তরঃ “করেঙ্গে ইয়া মরেঙ্গে” এটি মহাত্মা গান্ধীর উক্তি।
৫) গান্ধীজী কোন্ ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন?
উত্তরঃ গান্ধীজী 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণায় ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন।
অধ্যায়ঃ (৭ম ও ৮ম ): [বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন]; [উত্তর-ঔপনিবেশিক ভারত]
১) সংবিধানে কবে, কোন্ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
উত্তরঃ সংবিধানে 1950 খ্রিস্টাব্দে হিন্দি ভাষাকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
২) ‘অপারেশন পোলো’ কী?
উত্তরঃ ভারত 1948 সালের 13 ই সেপ্টেম্বর হায়দ্রাবাদে সেনা অভিযান শুরু করে। এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত।
৩) কে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ মির করমউদ্দিন চিন কীলিচ খাঁ হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।
৪) কাশ্মীরে ভারত ও পাকীস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম কী?
উত্তরঃ কাশ্মীরে ভারত ও পাকীস্তানের মধ্যে নির্ধারিত সীমারেখার নাম লাইনস অফ কন্ট্রোল (LOC) বা নিয়ন্ত্রণ রেখা।
৫) কবে গান্ধীজি ও আম্বেদকর -এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 1932 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও দলিত হিন্দু নেতা ড. ভীম রাও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
মাধ্যমিক ৮ নম্বরের লাস্ট মিনিট সাজেশন প্রশ্ন
৮ নম্বরের এই প্রশ্নগুলি মুখস্ত না করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না। কারণ প্রতিটি প্রশ্নই পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে তোমাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে।
১) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
২) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
৩) মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪) বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো।
৫) উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কি ছিল?
৬) নীল বিদ্রোহের কারণ কী ?এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৭) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮) মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।
৯) শিক্ষা বিস্তারে ‘প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক’ কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
১০) ১৯৩০ -এর দশকে কৃষক শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গুলি সম্পর্কে সংক্ষেপে লেখ।
১১) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো।
Candidates can click on the link provided here to download last minute suggestion. To get madhyamik all subject suggestion please visit suggestion category.
Madhyamik Question Paper 2025 | |
---|---|
বাংলা | Download |
ইংরেজি | Download |
গণিত | Download |
ইতিহাস | Download |
ভূগোল | Download |
জীবন বিজ্ঞান | coming soon.. |
ভৌত বিজ্ঞান | coming soon.. |