প্রিয় ছাত্র-ছাত্রী, প্রকাশিত হলো ২০২৫ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন। টিম এক্সাম বাংলা -র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশনটি প্রস্তুত করা হয়েছে। তুমি যদি ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই সাজেশনটি তোমার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য খুবই কার্যকরী হবে।
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025
যেকোনো বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য পাঠ্য পুস্তক পড়া অত্যন্ত জরুরী, টেক্সট বই খুঁটিয়ে পড়ার বিকল্প কিছু হয় না। তবে বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন অনুসরণ করে ২০২৫ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সাজেশনে সংযুক্ত করা হয়েছে। মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন pdf টিতে সব ধরণের প্রশ্ন ও উত্তর সংযুক্ত করা হয়েছে।
অধ্যায় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন দেওয়া হলো, তবে মূল পিডিএফ টিতে সমস্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
অধ্যায়ঃ (১ম): [জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়]
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) অ্যামিবার গমন অঙ্গের নাম লেখ।
উত্তরঃ ক্ষণপদ।
2) কোন রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায়?
উত্তরঃ নিউট্রোফিল।
3) কোন জীবের সিলিয়ারি গমন দেখা যায়?
উত্তরঃ ফ্ল্যাজেলা।
4) মাছের গমনাঙ্গের নাম কী?
উত্তরঃ পাখনা।
5) মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কী?
উত্তরঃ মায়োটম পেশি।
6) মাছের জোড় পাখনা গুলি কী কী?
উত্তরঃ বক্ষপাখনা ও শ্রেণিপাখনা।
7) মাছের পায়ুপাখনার কাজ কী?
উত্তরঃ মাছের পায়ুপাখনা দেহের স্থিতি বজায় রাখে।
8) পাখির ডানার পালককে কী বলা হয়?
উত্তরঃ রেমিজেস।
9) মানুষের গমন অঙ্গের নাম কী?
উত্তরঃ পা।
10) মানুষের গমনকে কী বলে?
উত্তরঃ দ্বিপদ গমন।
অধ্যায়ঃ (২য়): [জীবনের প্রবহমানতা]
দুটি বা একটি শব্দে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান -১ )
1) শস্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?
উত্তরঃ 3n।
2) একটি পক্ষীপরাগী বা অরিনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তরঃ একটি পক্ষীপরাগী বা অরনিথোফিলাস উদ্ভিদের সাধারণ নাম হল শিমুল ও বিজ্ঞানসম্মত নাম হল Bombax ceiba (বমব্যাক্স সিবা)।
3) গম ও নারকেল গাছের পরাগযোগের বাহকের নাম লেখো।
উত্তরঃ বায়ু।
4) দলমন্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে?
উত্তরঃ দলাংশ বা পাপড়ি।
5) ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী?
উত্তরঃ হ্যাপ্লয়েড (n) লিঙ্গধর দশা।
6) জনুক্রমে কোন দশা দুটি পুনরাবৃত্তি ঘটে?
উত্তরঃ জনুক্রমে রেনুধর (2n) ও লিঙ্গধর (n) দশা দুটি পুনরাবৃত্তি ঘটে।
7) দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ লেখো?
উত্তরঃ শাখাকলম, যেমন— গোলাপের কান্ড ও জোড়কলম, যেমন- আম।
8) একটি রসালো মূলের নাম করো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।
উত্তরঃ রাঙা আলু।
9) পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো?
উত্তরঃ হাইড্রা।
10) কোন্ আদ্যাপ্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়?
উত্তরঃ প্যারামেসিয়াম, এরা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন ও কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে।
11) স্পাইরোগাইরা নামক শৈবাল কোন্ প্রক্রিয়ায় জনন সম্পন্ন করেন?
উত্তরঃ খন্ডীভবন, সংযুক্তি।
12) যৌন জননের একক কী?
উত্তরঃ গ্যামেট।
13) ক্রোমোজোমের পৃথক্ করন কোন স্থানে ঘটে?
উত্তরঃ সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ বরাবর ক্রোমোজোমের পৃথক করণ ঘটে।
14) কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে?
উত্তরঃ অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুটি বিপরীত মেরুর দিকে গমন করে।
15) উদ্ভিদের কলম সৃষ্টিতে কোন কোশ বিভাজন সাহায্য করে?
উত্তরঃ মাইটোসিস।
16) কোশচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটবে?
উত্তরঃ কোশচক্রে চেকপয়েন্ট এর কাজ বিঘ্নিত হলে অনিয়ন্ত্রিত কোশ বিভাজন দ্বারা টিউমার সৃষ্টি হবে।
17) ইন্টারফেজের কোন দশায় বেম তন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ G2 দশাতে।
18) মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?
উত্তরঃ জীবে জননমাতৃকোশে মিয়োসিস ঘটে।
19) ভ্রূন বা জাইকট সৃষ্টির কোশ কোন্ কোশ বিভাজন দ্বারা তৈরি হয়?
উত্তরঃ মিয়োসিস।
20) যে কোশ বিভাজন পদ্ধতিতে কোশ সমবৈশিষ্ট সম্পন্ন কোশ গঠন করে, তাকে কী বলে?
উত্তরঃ মাইটোসিস।
21) সদৃশ বিভাজন কোথায় হয়?
উত্তরঃ সদৃশ বিভাজন দেহকোশে হয়।
22) কোন প্রকার কোশ বিভাজনের দ্বারা ক্ষয় পূরণ হয়?
উত্তরঃ মাইটোসিস।
23) একটি মেরুদন্ডী প্রাণী কোশের নাম লেখো যাতে অ্যামাইটোসিস দেখা যায়।
উত্তরঃ মুরগির ভ্রূণের RBC কোশে অ্যামাইটোসিস দেখা যায়।
24) কোন কোশ বিভাজনে ক্রোমোজোম দেখা যায় না?
উত্তরঃ অ্যামাইটোসিস।
25) জনিতৃ জনুর জিন এলোমেলোভাবে অপত্যে বিন্যস্ত হয় কোন্ কোশ বিভাজন দ্বারা?
উত্তরঃ অ্যামাইটোসিস।
26) কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে?
উত্তরঃ অ্যামাইটোসিস।
27) অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায়?
উত্তরঃ ইস্ট, ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম -এর মেগা নিউক্লিয়াস ইত্যাদিতে অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়।
28) মানুষের দেহকোশে কী কী প্রকারে যৌন ক্রোমোজোম দেখা যায়?
উত্তরঃ মানুষের দেহকোশে দুই প্রকারের যৌন ক্রোমোজোম দেখা যায়, এগুলি হল X এবং Y।
29) জিন কাকে বলে?
উত্তরঃ জিন হল ক্রোমোজোমে অবস্থিত DNA-র একটি অনুক্রম যা কার্যকরী প্রোটিন সংশ্লেষ দ্বারা বংশগত বৈশিষ্ট্য ও কোশীয় কাজ নিয়ন্ত্রণ করে।
মাধ্যমিক ২০২৫ সব বিষয়ের সাজেশন ডাউনলোড
অধ্যায়ঃ (৩য়): [বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ]
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) হিমোগ্লোবিনের জিনগত ত্রুটির জন্য যে রোগ হয়, তাকে কী বলে?
উত্তরঃ হিমোগ্লোবিনোপ্যাথি।
2) হিমোগ্লোবিন কত ml অক্সিজেন বহন করে?
উত্তরঃ 1g হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন বহন করে।
3) রক্তের ফ্যাক্টর IX -এর অভাবজনিত রোগটি কী?
উত্তরঃ হিমোফিলিয়া B
4) হিমোফিলিয়া A আর কী নামে পরিচিত?
উত্তরঃ ক্লাসিক হিমোফিলিয়া।
5) থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে?
উত্তরঃ অটোজোম।
6) মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
উত্তরঃ একসংকর জননে F2 জনুতে অর্থাৎ, দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপের অনুপাত হল বিশুদ্ধ প্রকট : সংকর প্রকট : বিশুদ্ধ প্রচ্ছন্ন = 1 : 2 : 1।
7) মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো।
উত্তরঃ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি হল 9 : 3 : 3 : 1।
8) মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত হয়েছিলেন?
উত্তরঃ স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র।
অধ্যায়ঃ (৪র্থ): [অভিব্যক্তি ও অভিযোজন]
একটি বা দুটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) ওয়াগল নৃত্য কারা করে?
উত্তরঃ স্কাউট মৌমাছি।
2) নিউম্যাথোড কী?
উত্তরঃ লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরীর শ্বাসমূলে শীর্ষে অবস্থিত যে ছিদ্রপথে অক্সিজেন গৃহীত হয়, তাকে নিউম্যাথোড বা শ্বাসছিদ্র বলে।
3) লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতায় লবণগ্রন্থি উপস্থিত, যার দ্বারা জলের মাধ্যমে শোষিত অতিরিক্ত লবণ নির্গত হয়।
4) পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ু থলি আছে?
উত্তরঃ পায়রার 4 টি যুগ্ম এবং 1 টি একক বায়ু থলি আছে।
5) রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি?
উত্তরঃ পটকা।
6) ক্যাকটাসের পর্ণকান্ডের গুরুত্ব লেখো।
উত্তরঃ ক্যাকটাসের পর্নকান্ড সালোকসংশ্লেষে ও জল সঞ্চয়ে সাহায্য করে।
7) বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তর একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন।
8) প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে?
উত্তরঃ গৌণ অভিযোজন।
9) বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর ভ্রুনের তুলনামূলক আলোচনা থেকে কোন্ তত্ত্বে পৌঁছানো সম্ভব?
উত্তরঃ বিবর্তনের স্বপক্ষে ‘তুলনামূলক ভ্রূণতত্ত্বগত প্রমাণ’।
10) উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তরঃ (1) ভূনিম্নস্থ কান্ডের শল্কপত্র (আদা,হলুদ), (2) কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।
11) দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তরঃ মানুষের ভারমিফর্ম অ্যাপেনডিক্স ও আদার শল্কপত্র।
12) পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম লেখো?
উত্তরঃ তিমির ফ্লিপার।
13) তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপথ কী জাতীয় অঙ্গের উদাহরণ?
উত্তরঃ সমসংস্থ অঙ্গ।
14) আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তরঃ ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস।
অধ্যায়ঃ (৫ম): [পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ]
একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) IUCN -এর প্রধান কাজ কী?
উত্তরঃ IUCN -এর প্রধান কাজ হল জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা।
2) সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
উত্তরঃ রেড পান্ডা।
3) দার্জিলিং -এর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক -এ কোন্ বিপন্ন প্রাণী সংরক্ষিত হয়?
উত্তরঃ রেড পান্ডা।
4) ওড়িশার কোন্ অঞ্চলে প্রকল্প রয়েছে?
উত্তরঃ ভিতরকণিকা অভয়ারণ্য।
5) একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের একটি স্থানের নাম কী?
উত্তরঃ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক (অসম)।
6) ভারতের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কী কী?
উত্তরঃ ভারতের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নামগুলি হল— পশ্চিমবঙ্গের সুন্দরবন, উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভ ও মধ্যপ্রদেশের কানহা।
7) ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তরঃ প্যানথেরা টাইগ্ৰিস টাইগ্ৰিস।
8) স্থানীয় মানুষ ও সরকারের কোন্ পরিচালন ব্যবস্থা জীববৈচিত্র্য বজায় রাখতে সাফল্য পেয়েছে?
উত্তরঃ JFM।
9) স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে, তার নাম লেখো।
উত্তরঃ JFM (Joint Forest Management)।
10) পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেনের নাম লেখো।
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।