দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একাধিক স্কলারশিপ রয়েছে। তবে রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি নানা সংস্থাও মেধাবী দুঃস্থ পড়ুয়াদের জন্য অনেক স্কলারশিপ দিয়ে থাকে। সম্প্রতি এলআইসি উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপ দিচ্ছে। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন? স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ কবে? জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্কলারশিপের নাম- LIC Golden Jubilee Scholarship 2024- 25
আবেদন করার যোগ্যতা-
১। যে সকল ছাত্র- ছাত্রীরা মাধ্যমিক পাশ করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক ছাড়াও অন্যান্য উচ্চতর ডিগ্রিধারীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
২। পূর্ববর্তী পরীক্ষায় অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
৩। আবেদনকারীকে বর্তমানে সরকার স্বীকৃত যেকোনো কোর্সে ভর্তি হয়ে থাকতে হবে।
৪। যে সকল ছাত্র-ছাত্রীরা আবেদন করবে তাদের অভিভাবকদের রোজগার অথবা পারিবারিক আয় ২ লক্ষ ৫০ হাজারের বেশি হলে চলবে না।
স্কলারশিপের প্রদত্ত টাকার পরিমান-
এই স্কলারশিপের ক্ষেত্রে বার্ষিক ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে বর্তমানে উচ্চ মাধ্যমিকে পাঠরত হয় সেক্ষেত্রে বছরে ১৫০০০ টাকা পাওয়া যাবে। ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও স্কলারশিপের পরিমান বার্ষিক ১৫ হাজার টাকা। গ্র্যাজুয়েশন স্তরে বার্ষিক ২০ হাজার টাকা পাওয়া যাবে। MBBS পাঠরত প্রার্থীদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমান বার্ষিক ৪০ হাজার টাকা। B.Tech করলে বার্ষিক ৩০০০০ টাকা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৫, মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ
কীভাবে আবেদন করবেন ?
এই পোস্টের নীচে আবেদন করবার লিংক দেওয়া আছে। প্রথমে এপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সেখানে নিজের ফোন নাম্বার, ইমেইল আইডি ইত্যাদি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর Apply here for Scholarship Scheme 2024 এ ক্লিক করতে হবে। এরপর ফর্মে আবেদনকারী প্রার্থীর যাবতীয় তথ্য দিতে হবে এবং সাবমিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ে যাওয়ার পর আবেদনকারী প্রার্থী একটি একনলেজমেন্ট নং পাবেন তার ইমেল আইডিতে।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট-
১। পারিবারিক আয়ের শংসাপত্র।
২। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিতে হবে।
৩। ব্যাঙ্ক একাউন্টের যাবতীয় তথ্য।
৪। শেষ পরীক্ষার মার্কশীট অথবা সার্টিফিকেট।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের সহানুভূতি স্কলারশিপ আবেদন শুরু হলো
আবেদনের শেষ তারিখ- এই স্কলারশিপের ক্ষেত্রে ২২শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করা যাবে।