এক নজরে
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023: প্রিয় ছাত্র- ছাত্রী, প্রকাশিত হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF. 2023 সালের মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন প্রকাশ করা হলো আজকের এই পোস্টে। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ভৌত বিজ্ঞান বিষয়ের সিলেবাস অনুযায়ী এই সাজেশন প্রকাশ করা হয়েছে। Team Exam Bangla -র সম্পাদকীয় মণ্ডলী এই ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF তৈরী করেছেন। এই ভৌত বিজ্ঞান সাজেশনটি ২০২৩ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। প্রতিটি ইউনিট অনুযায়ী প্রশ্ন সাজানো হয়েছে। মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন অনুযায়ী সাজেস্টিভ প্রশ্ন সাজানো হয়েছে এই মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন PDF টিতে।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023
Madhyamik Physical Science Suggestion 2023 | |
বিষয় | ভৌত বিজ্ঞান |
পরীক্ষার সম্ভাব্য তারিখ | ৩ মার্চ, ২০২৩ |
সাজেশন ফাইল | পিডিএফ |
Dear students, Today we are going to share Madhyamik Physical Science Suggestion. This suggestion is created by Exam Bangla Editorial Team. You can download Madhyamik Physical Science Suggestion PDF 2023.
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ২)
১) ‘জীবাশ্ম জ্বালানি’ বলতে কী বোঝ?
২) ‘গ্রিনহাউস প্রভাব কী’ এর ক্ষতিকর প্রভাব গুলি কী?
৩) জৈবগ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? বায়ো গ্যাসের উপাদান গুলি লেখো।
৪) ট্রপোস্ফিয়ার কাকে বলে? একে ‘ক্ষুব্ধমন্ডল’ বলার কারণ কী?
৫) CGS পদ্ধতিতে ও SI -তে ক্ষেত্রফলের একক কী?
৬) পরমশূন্য উষ্ণ থাকে ‘পরম’ বলা হয় কেন?
৭) চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো।
৮) উষ্ণতার পরম স্কেল কাকে বলে? পরম উষ্ণতা কী?
৯) সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রীয় সংকেত নির্ণয় করো।
১০) গ্যাসের অনুর গতির উপর উষ্ণতা হ্রাস বা বৃদ্ধির প্রভাব কী?
১১) প্রচলিত বা চিরাচরিত শক্তি উৎস বলতে কী বুঝায়?
১২) অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি উৎস বলতে কী বোঝায়?
১৩) 30° C ও 300 K উষ্ণতা দুটির মধ্যে কোনটির মান বেশি ও কেন?
১৪) দৈনন্দিন জীবনে সৌরকোষ ও সৌরপ্যানেলের ব্যবহার গুলি লেখো।
১৫) অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
১৬) চিত্রসহ সংজ্ঞা লেখ—লেন্সের (i) বক্রতা কেন্দ্র (ii) বক্রতা ব্যাসার্ধ (iii) প্রধান অক্ষ।
১৭) আলোর সাপেক্ষে লঘু ও ঘন মাধ্যমে বলতে কী বোঝ?
১৮) হ্রস দৃষ্টির কারণ গুলি লেখো?
১৯) উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে?
২০) দৃশ্যমান বর্ণালী কাকে বলে?
২১) প্রতিসরণের সূত্র থেকে প্রতিফলনের সূত্র কিভাবে নির্ণয় করা যায়?
২২) উত্তল ও অবতল লেন্স কে কিভাবে শনাক্তকরণ করা যায়?
২৩) একটি লাল কাঁচের মধ্যে দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে?
২৪) কোন বস্তুর রৈখিক বিবর্ধন 2.5। এর অর্থ কী?
২৫) দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
২৬) সংজ্ঞা দাও—আলোর কেন্দ্র।
২৭) বর্ণালী কাকে বলে? বর্ণালির উপাদান গুলি উল্লেখ করো। ‘বেনিআসহকলা’ কী?
২৮) কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273°C^(-1) বলতে কী বোঝায়?
২৯) তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী উত্তপ্ত হয় কেন?
৩০) তড়িৎবাহী সলিনয়েড দন্ড চুম্বকের মতো আচরণ দেখায় কেন?
৩১) শর্ট-সার্কিট হয়েছে বললে কি বোঝ?
৩২) ফ্লেমিং -এর বামহস্ত নিয়মটি লেখো।
৩৩) তাপমাত্রার সঙ্গে তড়িৎবিভবের তুলনা করা যায় কেন?
৩৪) হ্রস্ব বর্তনী বা শর্ট-সার্কিট বলতে কি বোঝ?
৩৫) বৈদ্যুতিক বাতি ac বা dc যেকোনো সরবরাহ লাইনে ব্যবহার করা যায় কেন?
৩৬) তড়িৎ চুম্বকত্ব সম্পর্কিত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।
৩৭) পরিবাহীর রোধের উপর চাপের প্রভাব কী?
৩৮) পৃথিবীর বিভাবের মান শূন্য ধরা হয় কেন?
৩৯) রোদ্ধ ও রোধাঙ্ক এর মধ্যে যেটি পদার্থের নিজস্ব ধর্ম সেটির সংজ্ঞা দাও। অথবা, রোধাঙ্কের সংজ্ঞা দাও।
৪০) একটি পরিবাহীর রোধ 5Ω। এর প্রবাহমাত্রা 3A থেকে বেড়ে 8A হলে, পরিবাহীটির প্রান্তীয় বিভবের কী পরিবর্তন হবে?
৪১) তেজস্ক্রিয়তা কয় প্রকার ও কী কী?
৪২) সংজ্ঞা লেখ—প্রাকৃতিক তেজস্ক্রিয়তা ও কৃত্রিম তেজস্ক্রিয়তা।
৪৩) তড়িৎ প্রবাহ মাত্রার SI এবং ব্যবহারিক এককটি কী? তার সংজ্ঞা দাও।
৪৪) তড়িৎক্ষমতার সংজ্ঞা দাও।
৪৫) তেজস্ক্রিয়তার বিভিন্ন ব্যবহার গুলো আলোচনা করো।
৪৬) নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন?
৪৭) দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো।
৪৮) ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে কী বোঝ?
আরও পড়ুনঃ
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৩
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩
মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩
মাধ্যমিক গণিত সাজেশন ২০২৩
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 PDF
৪৯) মেন্ডেলিফের পর্যায়-সারণী ত্রুটিগুলি উল্লেখ করো।
৫০) ‘আদর্শ মৌল’ বলতে কি বোঝ?
৫১) আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝায়? এর একক কী?
৫২) তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি ধর্মের তুলনা করো।
৫৩) তড়িৎ যোজ্যতা কাকে বলে?
৫৪) অ্যালুমিনিয়াম পাতে মোরা আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন?
৫৫) উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ।
৫৬) তড়িৎযোজী বা আয়নীয় যৌগ কিভাবে সৃষ্টি হয়? অনুরূপ প্রশ্ন, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলতে কী বোঝ?
৫৭) গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন?
৫৮) তামা তাপের সুপরিবাহী—এই ধর্মটির ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
৫৯) আয়নীয় যৌগগুলি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবাহীর নয় কেন?
৬০) গ্যালভানাইজেশন কাকে বলে?
৬১) কপার সালফেটের জলীয় দ্রবণে জিংকের টুকরো ফেললে কি ঘটবে?
৬২) ‘গ্যালভানাইজেশন’ কাকে বলে?
৬৩) উদাহরণসহ খনিজ ও আকরিক এর মধ্যে পার্থক্য লেখো।
৬৪) অ্যামালগাম বা পারদ-সংকর কাকে বলে? উদাহরণ দাও
৬৫) ধূমায়মান নাইট্রিক এসিড কী? অম্লরাজ কী? এর একটি ব্যবহার লেখো।
৬৬) জলীয় বাষ্পমুক্ত অ্যামোনিয়া গ্যাসকে কিভাবে সংগ্রহ করা হয়?
৬৭) মরচে কাকে বলে? মরচে পড়ার শর্তগুলি লেখো।
৬৮) জৈব ও অজৈব যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখ
৬৯) জৈব অবিশ্লেষ্য পলিমার কী? উদাহরণ দাও।
৭০) তরল বায়োফুয়েল ও গ্যাসীয় বায়োফুয়েলর প্রতিটির একটি করে ব্যবহার লেখো।
৭১) আলেয়া কী? এটি কিভাবে উৎপন্ন হয়?
৭২) LPG কী?
৭৩) পলিমার ও মনোমার বলতে কি বোঝ? উদাহরণ দাও।
৭৪) ইথিলিনের প্রধান প্রধান ব্যবহার গুলি উল্লেখ করো।
৭৫) সমগোত্রী শ্রেণী কী? উদাহরণসহ লেখো।
৭৬) পলিথিনের মনোমারের নাম ও সংকেত লেখ পলিথিনের ব্যবহার উল্লেখ করো।
৭৭) গে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি লেখো।
৭৮) জ্বালানি রূপে CNG ব্যবহারের সুবিধা গুলি উল্লেখ করো।
৭৯) কার্বন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝ?
৮০) অ্যাসিটিলিনের প্রধান প্রধান ব্যবহার গুলি উল্লেখ করো।
Madhyamik Physical Science Suggestion 2023
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৩)
১) স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750mL ও 80cm Hg। এই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000mL হবে?
২) আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
৩) গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো।
৪) STP-তে 91cm³ আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে, ওই গ্যাসটির আয়তন কত হবে?
৫) সাধারণ উষ্ণতায় 23gNa জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম NaOH উৎপন্ন করবে?
৬) গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও।
৭) প্রতিসরণের সূত্র দুটি বিবৃত ও ব্যাখ্যা করো।
৮) লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়? এর একক কী?
৯) কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝায়? এর CGS ও SI এককের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
১০) দৃশ্যমান ও অদৃশ্য আলো বলতে কী বোঝায়? উদাহরণ দাও।
১১) γ-রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো।
১২) x-রশ্মি ও γ-রশ্মির মধ্যে পার্থক্য লেখো।
১৩) শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে?
১৪) গাড়ির কুয়াশা ভেদি আলো হলুদ হয় কেন?
১৫) উদাহরণ সহ সংজ্ঞা দাও— প্রাথমিক বর্ণ, গৌণ বর্ণ, পরিপূরক বর্ণ।
১৬) সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
১৭) X-রশ্মি কী? X-রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো।
১৮) একবর্নি ও বহুবর্নি আলো বলতে কী বোঝায়?
১৯) রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় কাকে বলে?
২০) ফিউজ তার কী? এটি বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়?
২১) তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র গুলি লেখো এবং সমীকরণের আকারে প্রকাশ করো।
২২) 200V____ 100W একটি বৈদ্যুতিক বাতিকে (i) 300V এবং (ii) 110V সরবরাহ লাইনের যুক্ত করা হলে কি ঘটবে? প্রত্যেক ক্ষেত্রে উত্তর ব্যাখ্যা দাও।
২৩) তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বোঝ? একটি দন্ড চুম্বকের N মেরুকে একটি বদ্ধকুণ্ডলীর অক্ষ বরাবর সরাতে থাকলে কী ঘটবে?
২৪) তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কাকে বলে?
২৫) 220V-60W ও 110V-60W বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো।
২৬) তড়িৎ চুম্বক কাকে বলে? এর শক্তি কিভাবে বাড়ানো যায়? এটি কয় প্রকার ও কী কী? এর ব্যবহার লেখো।
২৭) বার্লো চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে যদি তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয়?, চুম্বকের মেরু দুটিকে উল্টে দেওয়া হয়?, তড়িৎ প্রবাহ বিপরীতমুখী ও চুম্বকের মেরুদুটিকে উল্টে দেওয়া হয়? এবং dc এর পরিবর্তে ac পাঠানো হয়?
২৮) নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন এদের মধ্যে কোনটিতে বেশি শক্তি উৎপন্ন হয় ব্যাখ্যা করো।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩
২৯) তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো।
৩০) ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা এবং রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো।
৩১) বাড়িতে বৈদ্যুতিক লাইনে আর্থিং কেন করা হয়?
৩২) লেঞ্জের সূত্রের সাহায্যে শক্তির সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো?
৩৩) উদাহরণসহ নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা করো। কিভাবে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়?
৩৪) শক্তি সাশ্রয়কারী উপকরণ হিসেবে ভাস্বর বাটির তুলনায় CFL ও LED উৎকৃষ্ট বিবেচনা করা হয় কেন?
৩৫) উদাহরণসহ নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
৩৬) কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা—ব্যাখ্যা করো।
৩৭) পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে অপরিবর্তিত হয়?
৩৮) তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
৩৯) সোডিয়াম ক্লোরাইড এর সংকেত NaCl না লিখে কী লেখা উচিত?—ব্যাখ্যা করো।
৪০) তড়িৎ বিয়োজন ও তাপীয় বিয়োজন এর পার্থক্য লেখো।
৪১) বন্ধন ইলেকট্রন-জোড় ও নিঃসঙ্গ ইলেকট্রন-জোড় বলতে কী বোঝ?
৪২) অ্যানোড মাড কী? এর গুরুত্ব লেখো।
৪৩) মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো?
৪৪) পর্যায় এবং শ্রেণী বরাবর এর কিরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়?
৪৫) 1g N2 গ্যাসের অনুর সংখ্যা কত?
৪৬) 3 mol NH3 গ্যাসের ভর কত? STP-তে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত?
৪৭) 2H2+O2→2H2O সমিকরণটি থেকে কী কী বিষয় জানা যায়?
৪৮) তেজস্ক্রিয়তা কাকে বলে? একটি তেজস্ক্রিয় বিক্রিয়ার সমিকরণটি নিম্নরূপ— 92U238 → ZThA + 2U4। A ও Z এর মান কত?
৪৯) (_18^40)A এই মৌলটিকে পর্যায়-সারণীর কোন শ্রেণীতে বসানো যুক্তিসংগত ও কেন?
৫০) HCl, HNO3 এবং H2SO4 এর শিল্পোৎপাদনে চকৃত
রচনাধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান ৫)
১) তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কী চাক্ষুষ পরিবর্তন ঘটে? কী রাসায়নিক বিক্রিয়া ঘটে? বিক্রিয়াটির সমিত সমীকরণ লেখো।
২) মিথেনের সঙ্গে ক্লোরিনার প্রতিস্থাপন প্রক্রিয়ার শর্ত কী? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণ দাও।
Madhyamik All Subject Suggestion Download
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 FAQ
Q: মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 pdf কীভাবে ডাউনলোড করবো?
Ans: আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে।
Q: মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 pdf পেতে গেলে কি টাকা লাগবে?
Ans: না।
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন PDF 2023 Download Now: Click Here
মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের সাজেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন-