পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান। প্রকাশ্যে এলো মাধ্যমিকের রেজাল্ট ঘোষণার তারিখ। অনেকদিন ধরেই জানা যাচ্ছিল মে মাসের মধ্যেই প্রকাশ পাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কিন্তু কত তারিখে ফলাফল প্রকাশ পাবে, তা নিয়ে ধন্দে ছিলেন পরীক্ষার্থীরা। তবে এবার বিকাশ ভবনের তরফে জানিয়ে দেওয়া হলো ঠিক কোন তারিখে নিজেদের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বিকাশ ভবন সুত্রে খবর, রেজাল্ট প্রকাশের সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগেই মধ্যশিক্ষা পর্ষদ রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তিনটি তারিখ জানিয়ে দিয়েছিল। পর্ষদ জানায়, মে মাসের ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে নিশ্চিতভাবে প্রকাশ পাবে মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট। ইতিমধ্যে বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শেষ হলে ১৫ই মে তারিখেই ফলপ্রকাশ হবে।
আরও পড়ুনঃ কিভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
প্রসঙ্গত, গত ২৮ শে এপ্রিল থেকে অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আশা করা যাচ্ছে তা সম্পন্ন হবে অতি শীঘ্রই। যার দরুণ ১৫ই মে তারিখকেই মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য ফলপ্রকাশের তারিখ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আর তা যদি একান্তই না হয়, তবে ১৭ তারিখের মধ্যেই ফলাফল প্রকাশ্যে আসবে। এ বিষয়ে পরবর্তী আপডেট অতি শীঘ্রই মিলবে পর্ষদের তরফে।