রাত পোহালেই মাধ্যমিকের রেজাল্ট। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে চলে ৪ মার্চ পর্যন্ত। মাধ্যমিকে অংশগ্রহণ করে ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইঙ্গিত মিলেছিল, মাধ্যমিকের ফলপ্রকাশে গতি আনতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। জানা যাচ্ছিল, মে মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে ফলাফল। সেই অনুযায়ী তৎপরতা চলছে পর্ষদের দফতরে।
প্রথমে, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর আসে মে মাসের তৃতীয় সপ্তাহে ফলপ্রকাশ করা হবে। এরপর তিনটি সম্ভাব্য তারিখের কথা জানানো হয়। ১৫ থকে ১৭ তারিখের মধ্যে ফলপ্রকাশ হবে বলেই ইঙ্গিত মিলেছিল। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান, ১৯ মে (শুক্রবার) চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। বেলা দশটায় আনুষ্ঠানিক ফলপ্রকাশের পর বারোটা থেকে বিভিন্ন ওয়েবসাইট মারফত নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। ওই দিনই স্কুল থেকে নিজেদের মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
কীভাবে দেখবো মাধ্যমিকের রেজাল্ট
পরীক্ষার্থীরা বাড়িতে বসেই নিজেদের ফলাফল চেক করতে পারবে। তার জন্য বেশ কিছু ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটগুলি হল:
১) (wbbse.org)
২) (wbresults.nic.in)
৩) (www.wbbse.wb.gov.in)
৪) (www.exametc.com)
৫) (www.schools9.com)
৬) (www.results.shiksha)
৭) (www.indiaresult.com)
৮) (www.fastresult.in)
৯) (www.vidyavison.com)
আরও পড়ুনঃ কবে প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট
এর পাশাপাশি, Exametc.com, Madhyamik Results 2023, Fast Result, Madhyamik Result গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন গুলি ডাউনলোড করে ফলাফল জানতে পারবেন।
এছাড়া, 5676570 নম্বরে WB10 <Space> রোল নম্বর দিয়ে মেসেজ পাঠালে পরীক্ষার ফল জানা যাবে।
জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে কাল। স্বাভাবিকভাবেই খানিকটা চিন্তায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পাশাপাশি, অভিভাবকদের মধ্যেও কাজ করছে চাপা টেনশন। প্রতি বছর সাধারণত নটায় ফল ঘোষণার পর দশটার মধ্যে রেজাল্ট জেনে যান পরীক্ষার্থীরা। কিন্তু এবার সময় কিছুটা পিছিয়ে যাওয়ায় রেজাল্ট জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। Exam Bangla-র পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা। খুব ভালো হোক তোমাদের রেজাল্ট।