রেজাল্ট

Madhyamik Result 2023: মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে জেনে নিন

Advertisement

২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলে ৪ঠা মার্চ পর্যন্ত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে এখন রেজাল্টের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে খবর, মে মাসের মধ্যেই প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

সাধারণত মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, নিয়মের অন্যথা হচ্ছে না এবারেও। তাই জোরকদমে চলছে ফলাফল প্রকাশের কাজ। সবকিছু ঠিক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে মাধ্যমিকের সব উত্তরপত্রগুলি দেখার পরের স্তরের কাজ চলছে। সকল নম্বর ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা বা কোথাও ভুল ত্রুটি রয়ে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মাধ্যমিক রেজাল্ট 2023 check

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট 2023 | Check Madhyamik Result 2023

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2023 | Check WB HS Result 2023

আদালতের নির্দেশ মেনে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল মধ্যশিক্ষা পর্ষদ। গৃহীত হয় একাধিক নজিরবিহীন পদক্ষেপ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩। এখনও পর্যন্ত ফলাফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তাই এ বিষয়ে পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা।

Madhyamik Result 2023

Related Articles