শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এবারে এই পরীক্ষার ফলাফল প্রকাশের সময়। ছাত্র ছাত্রীর বরাবরের মতোই মাধ্যমিক পরীক্ষার পর এই পরীক্ষার ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। মূলত এই পরীক্ষাই পরবর্তী জীবনে একজন ছাত্র কিংবা ছাত্রী কোন বিষয় নিয়ে এগিয়ে যাবেন, তা নির্ধারণ করে থাকে। মাধ্যমিক পরীক্ষা আর তারপরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা -এই দুই পরীক্ষা একজন পড়ুয়ার পেশাগত জীবন নির্ধারণ করে দেয়। তাহলে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হচ্ছে? কী জানালো মধ্যশিক্ষা পর্ষদ? কিভাবে দেখবেন মাধ্যমিক পরীক্ষার ফলাফল? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আজকের প্রতিবেদনে।
মাধ্যমিক রেজাল্ট 2025 (Madhyamik Result 2025)
তাহলে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল কবে প্রকাশিত হচ্ছে? গত বছরে অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে, সেবছর পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায় ২ রা মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল। তাই সব ঠিক থাকলে ২০২৫ সালের মাধ্যমিক রেজাল্ট ৭৯ বা ৮০ দিনের মাথায় প্রকাশিত হতে পারে।
সেই হিসাব অনুসারে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। মে মাসের ১৫ তারিখের মধ্যে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে পারে। তবে এখনো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো রকম তথ্য প্রকাশ করা হয়নি। বিগত কয়েক বছরের পরীক্ষার ফল প্রকাশের তারিখ গণনা করলে জানা যাচ্ছে, এই বছরেও মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এখন ছাত্র- ছাত্রীদের অন্ততপক্ষে মে মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
নিজের মোবাইলে মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন?
বর্তমান সময়ে ফলাফল প্রকাশিত হওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না ছাত্র-ছাত্রীদের। প্রাথমিকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা করা হয়। এর কিছুক্ষণের পরেই https://wbresults.nic.in বা https://wbbse.wb.gov.in -এই ওয়েবসাইট থেকে অনলাইন মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের ফলাফল দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ১০ টি স্কলারশিপের খবর ২০২৫
অনলাইন মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার পদ্ধতি:
১) সবার প্রথমে গুগলে গিয়ে https://wbresults.nic.in -এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
৩) রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করুন
৪) এই সমস্ত ডিটেলস দিলেই আপনার সামনে কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ছাত্র ছাত্ররা প্রয়োজনে এই ফলাফলটি পিডিএফ করে নিজেদের কাছে সংরক্ষণ করে রাখতে পারেন।
এবছর ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে আয়োজন করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষার। বিপুল পরিমাণে ছাত্র- ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক সতর্কতা জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। বেশিরভাগ ছাত্রছাত্রী সেই নির্দেশ মেনে পরীক্ষা দিলেও বেশ কিছু ছাত্র- ছাত্রী অসৎ উপায়ে অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছে এবং তৎক্ষণাৎ তাদের পরীক্ষা বাতিলও হয়েছে।