মাধ্যমিক ২০২৩ এর ফলপ্রকাশ কবে? বর্তমানে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এর আগে জানা গিয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ঘোষণা হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু চূড়ান্ত দিনক্ষণ সম্বন্ধে সদুত্তর মেলেনি আগে। তবে এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখটি জানিয়ে দেওয়া হলো।
সূত্রের খবর, মে মাসের ২০ তারিখ নাগাদ প্রকাশ পেতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের রেজাল্ট। পর্ষদ সূত্রে খবর, ইতিমধ্যে মাধ্যমিকের সব খাতা দেখার কাজ সম্পন্ন হয়েছে। খাতা জমা পড়ার পর পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ট্যাবুলেশনও হয়ে গিয়েছে। এখন চলছে চূড়ান্ত রেজাল্ট তৈরির কাজ। এছাড়া মাধ্যমিকের ফলপ্রকাশের চূড়ান্ত তারিখের প্রস্তাব পৌছে গিয়েছে শিক্ষা দফতরে। সব কিছু ঠিক থাকলে এই তারিখে ফলাফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে চলে ৪ঠা মার্চ পর্যন্ত। এবছর পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। মাধ্যমিকে খাতা দেখার দায়িত্বে ছিলেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক সহ ৪১ হাজার পরীক্ষক। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছিল চলতি বছরের মাধ্যমিক। মধ্যশিক্ষা পর্ষদের তরফে খবর, পুরনো ট্রেন্ড অনুযায়ী পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় ফলপ্রকাশ হবে। সেই মতো জোরকদমে চলছে কাজ। অতি শীঘ্রই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।