অবশেষে অপেক্ষার অবসান ঘটল মাধ্যমিক পরীক্ষার্থীদের। মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হবে তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট। আর এবার শিক্ষামন্ত্রী জানালেন, ঠিক আর দশ দিনের মধ্যেই ফলপ্রকাশ হবে মাধ্যমিকের।
মাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি চলছে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে। কিছুদিন আগে থেকে শুরু হয়েছিল অনলাইনে নম্বর যাচাই প্রক্রিয়া। তাও এখন শেষের পর্বে। অর্থাৎ মাধ্যমিকের ফলাফল প্রকাশের আর দেরী নেই। এর মধ্যেই এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, দশ দিনের মধ্যে ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ কিভাবে দেখবেন মাধ্যমিকের রেজাল্ট
প্রসঙ্গত, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩শে ফেব্রুয়ারি থেকে চলে ৪ঠা মার্চ পর্যন্ত। এবছর পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। মাধ্যমিকে খাতা দেখার দায়িত্বে ছিলেন ১১৫৩ জন প্রধান পরীক্ষক সহ ৪১ হাজার পরীক্ষক। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছিল চলতি বছরের মাধ্যমিক।