চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। যার দরুণ চিন্তার মধ্যে ছিলেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ জানায় ১৫ থেকে ১৭ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ পাবে। তারপরেও চলছিল আলোচনা। গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই ফলপ্রকাশ হতে চলেছে। তারপরেই এদিন ফল প্রকাশের তারিখটি জানিয়ে দেওয়া হল।
মাধ্যমিক রেজাল্ট ২০২৩
সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফলপ্রকাশের তারিখটি কবে তা নিশ্চিতভাবে জানে না পর্ষদ। অতি শীঘ্রই ঘোষণা হবে রেজাল্ট প্রকাশের তারিখ। এরপর এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানিয়েছেন, আগামী ১৯ শে মে শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলপ্রকাশ হবে। ওইদিন সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের রেজাল্ট ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ।
Check Madhyamik Result 2023 Direct Link
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা চলে ২৩শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত। মাধ্যমিকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। আর এবার রেজাল্টের তারিখ ঘোষণা হতে পরীক্ষার্থীদের চিন্তা যে কিছুটা কাটলো তা ধারণা করা যাচ্ছে।