বুকের মধ্যে জমা রাশি রাশি স্বপ্ন। এক পায়ে ভর দিয়ে সেই স্বপ্নের দোড়গোড়ায় পৌছতে চান হলদিয়ার কিশোর সঞ্জীব সিংহ। মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে সফলতা এনেছেন তিনি। হলদিয়ার মনোহরপুর হাইস্কুলের ছাত্র সঞ্জীব এবছরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। পরিবারের আশঙ্কা ছিল তাঁর রেজাল্ট নিয়ে। কিন্তু সমস্ত আশঙ্কাকে ভুল প্রমাণ করে মাধ্যমিকে উত্তীর্ণ হলেন তিনি।
গত ১৯ তারিখ বেরিয়েছিল মাধ্যমিক ২০২৩ এর ফলাফল। রেজাল্ট প্রকাশে দেখা যায় মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সঞ্জীব। তাঁর প্রাপ্ত নম্বর ৩১৫। ছেলের সাফল্যে আনন্দিত তাঁর পরিবার ও শিক্ষক, শিক্ষিকারা। পেলো ক্যান্সারে আক্রান্ত সঞ্জীবের চিকিৎসার খরচ সামলাতে গিয়ে ঋণে জর্জরিত তাঁর পরিবার। চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ WBBSE Madhyamik Routine 2024 PDF Download
২০১৯ সালের ঘটনা। বাম পায়ের উরুর পেশিতে লোহার শাবলের আঘাত লাগে তাঁর। আঘাতে ফুলে যায় পা। পরবর্তীতে ক্যান্সার ধরা পড়ে সেই অংশে। চিকিৎসায় এক পা বাদ যায়। তখন থেকেই এক পায়ে ভর দিয়ে চলাফেরা করেন তিনি। তা সত্ত্বেও আশাহত না হয়ে ঘুরে দাঁড়ান সঞ্জীব। মাধ্যমিক পরীক্ষা নিয়ে আশায় বুক বেঁধেছিলেন তিনি। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন বর্তমানে। তাঁর পরবর্তী লক্ষ্য উচ্চমাধ্যমিক। সকল প্রতিবন্ধকতাকে টপকে স্বপ্নপূরণ করতে চান হলদিয়ার কিশোর।