শিক্ষার খবর

মাধ্যমিকের টেস্ট পেপার ঘিরে বিতর্ক! ‘আজাদ কাশ্মীর’ চিহ্নিত করতে বলা হলো পরীক্ষার্থীদের!

Advertisement

সদ্য প্রকাশ পেয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার। এবার সেই টেস্ট পেপার ঘিরেই সৃষ্টি বিতর্কের। সংশ্লিষ্ট টেস্ট পেপারে প্রকাশিত মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্নপত্রে পাক অধিকৃত কাশ্মীরকে উল্লেখ করা হয়েছে ‘আজাদ কাশ্মীর’ বলে। প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের বলা হয়েছে ভারতের মানচিত্রে সেই ‘আজাদ কাশ্মীর’কে চিহ্নিত করতে। এরপরই সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ে বিতর্কে সরব বিভিন্ন মহল।

সম্প্রতি প্রকাশ পাওয়া পর্ষদের টেস্ট পেপারে স্থান দেওয়া হয়েছে বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্র কে। সেখানে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্নপত্রে এক জায়গায় ভারতের মানচিত্রে ‘আজাদ কাশ্মীর’ কে চিহ্নিত করতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। এরপরেই বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। উঠছে রাজনৈতিক তরজাও। ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তাঁর কথায়, এই ঘটনার পিছনে কারা আছেন তার খোঁজ নিতে হবে। এছাড়া কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলাদাভাবে তদন্ত করবে বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023

FB Join

তবে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, টেস্ট পেপার তৈরিতে পর্ষদের ভূমিকা থাকেনা। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নপত্রকে একত্রিত করে প্রস্তুত করা হয় টেস্ট পেপার। তবে এই ঘটনার খোঁজ নিতে পর্ষদ জানতে পেরেছে সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি ওই স্কুলের ইতিহাসের শিক্ষক করেননি। বরং করেছেন অন্য কেউ। তথাপি এই ঘটনার পিছনে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পর্ষদ। ভুল সংশোধনের ব্যবস্থাও নেওয়া হবে।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

যে প্রশ্নপত্র ঘিরে বিতর্ক ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন সেই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক। তাঁর কথায়, সংশ্লিষ্ট প্রশ্নপত্রে তাঁর বিদ্যালয় কেবল ইতিহাসকে তুলে ধরেছে। ছাত্রদের মধ্যে কোনোও নেতিবাচক ভাবনার প্রভাব ফেলতে চায়না বিদ্যালয়। ইতিমধ্যেই ‘আজাদ কাশ্মীর’ বিতর্ক নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের তরফে বক্তব্য জানানো হয়েছে। সরব হয়েছে বিভিন্ন মহল। প্রসঙ্গত, পর্ষদের তরফে জানানো হয়েছে শীঘ্রই টেস্ট পেপারের এই ভুল সংশোধন করা হবে।

 

Related Articles