রেজাল্ট

WB Madhyamik Topper 2023 | পরিবারের চোখে আনন্দাশ্রু, মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি

Advertisement

প্রকাশ পেল মাধ্যমিক ২০২৩-এর ফলাফল। বেলা দশটা থেকে সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। টিভিতে রেজাল্ট শোনার সময় ফিঙ্গার ক্রস করে বসেছিলেন দেবদত্তা। প্রথম স্থানাধিকারীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত তিনি ও তাঁর পরিবার।

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। ২০২৩ সালের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। মোট ৭০০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। নিজের সফলতায় অত্যন্ত খুশি দেবদত্তা। সাফল্য উৎসর্গ করে পরিবারের গুরুজন ও শিক্ষকদের প্রণাম জানালেন তিনি। মেয়ের সাফল্যে চোখে আনন্দাশ্রু দেবদত্তার মায়ের। তাঁর কথায়, দেবদত্তা ভালো ফল করবে জানতাম। কিন্তু মেধাতালিকার প্রথম স্থানে মেয়েকে দেখে কার্যত স্বপ্নপূরণ হয়েছে তাঁর মায়ের।

আরও পড়ুনঃ সরাসরি দেখে নিন মাধ্যমিক রেজাল্ট ২০২৩

দিনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেন দেবদত্তা। প্রতিটি বিষয়ে গৃহশিক্ষক থাকলেও ভৌতবিজ্ঞান পড়তেন মায়ের কাছে। দেবদত্তার মা বলেন, মেয়ে বরাবরই মেধাবী ছাত্রী। পড়াশোনার জন্য কখনো আলাদা করে বলতে হয়নি।দেবদত্তার প্রিয় বিষয় অঙ্ক। পড়াশোনা ছাড়া ভালোবাসেন ভায়োলিন বাজাতে। এছাড়া পছন্দ করেন ক্রিকেট। নিজের সফলতায় কতটা খুশি দেবদত্তা? তিনি জানালেন, দীর্ঘ পরিশ্রমের ফল’ এই রেজাল্ট। আজকের ফলাফলে অত্যন্ত খুশি তিনি। এরপর বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন। তাঁর লক্ষ্য আইআইটি (IIT) উত্তীর্ণ হওয়া। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান মাধ্যমিকের শীর্ষ স্থানাধিকারী দেবদত্তা মাঝি।

Madhyamik Topper 2023

Related Articles