শিক্ষার খবর

Madhyamik Toppers 2023: অভাব ডিঙিয়ে মেধাতালিকায় উজ্জ্বল সবজি বিক্রেতার ছেলে

Advertisement

১৯ তারিখ প্রকাশ পেয়েছে মাধ্যমিক ২০২৩-এর ফলাফল। এবছর পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ১১৮ জন পড়ুয়া। আর এই মেধাবীদের মধ্যে একজন হলেন কোচবিহারের ছাত্র তুষার দেবনাথ। মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছেন তিনি। ছেলের সাফল্যে বাঁধভাঙা উচ্ছ্বাস তুষারের পরিবারে।

কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বক্সিরহাট সুভাষপল্লি এলাকার বাসিন্দা তুষার দেবনাথ। বাবা তপন দেবনাথ সবজি বিক্রেতা, মা অঞ্জনা দেবনাথ গৃহবধূ। ছোটবেলা থেকে অনটনের মাঝে বড় হওয়া তুষার মেধাবী ছাত্র। মাধ্যমিকের প্রস্তুতিতে খামতি রাখেননি কোনো। ভালো ফল করার জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন তিনি। অভাবের সংসারে বিভিন্ন বই কেনা কার্যত অসম্ভব হয়ে যেত। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শিক্ষকেরা। পড়া বোঝানোর পাশাপাশি স্কুলের শিক্ষকেরা বই দিয়ে সাহায্য করেছেন তাঁকে। তার সাথে ছিল তুষারের অধ্যাবসায়। মন দিয়ে পড়াশোনা করে নবম স্থান অধিকার করলেন তিনি।

আরও পড়ুনঃ ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিক সফল হলদিয়ার কিশোর

মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক, ভৌত বিজ্ঞান ও ভূগোলে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তুষার। ইংরেজি ও জীবন বিজ্ঞানে পেয়েছেন ৯৯ শতাংশ নম্বর। বাংলা ও ইতিহাসে ৯৩ শতাংশ নম্বর তাঁর ঝুলিতে।কিভাবে মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছিলেন তুষার? তিনি জানান, দিনে ছয় ঘন্টা করে পড়তেন। স্কুলের পঠনপাঠনের পাশাপাশি পাঁচ জন গৃহশিক্ষক ছিল তাঁর। তুষারের বাবা জানান, গৃহ শিক্ষকেরা তাঁদের আর্থিক অবস্থার কথা জানেন। তাঁরা যথেষ্ট সাহায্য করেছেন তুষারকে।

ভবিষ্যতে ডাক্তার হতে চান তুষার। পড়তে চান বিজ্ঞান বিভাগে। বসিরহাট হাইস্কুলে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তি হবেন তিনি। তুষারের ভাই তরুণ দেবনাথ নবম শ্রেণীর ছাত্র। এদিকে, মাধ্যমিক স্তর পর্যন্ত কেটে গেলেও আগামী দিনে ছেলের ডাক্তারি পড়াশোনার খরচ কিভাবে চালাবেন, তা নিয়ে চিন্তায় রয়েছেন তুষারের বাবা। তুষারের চিকিৎসক হওয়ার স্বপ্নকে পূরণ করতে সাহায্যের আবেদন জানিয়েছেন তপনবাবু। তাঁর কথায়, ছেলের স্বপ্ন পূরণের পথে সবসময় পাশে থাকবেন তিনি।

Madhyamik Toppers 2023

Related Articles