রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ১৯ই মে শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। ওইদিন সকাল দশটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর এবার আলিম, ফাজিল ও হাই মাদ্রাসার রেজাল্ট প্রকাশের দিনক্ষণ ঘোষণা করলো মাদ্রাসা শিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফলপ্রকাশের পরের দিনই মাদ্রাসার ফলপ্রকাশ হবে।
মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী ২০ মে শনিবার প্রকাশ্যে আসবে মাদ্রাসার ফলাফল। ওই দিন হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হবে। ফলপ্রকাশ হবে বেলা সাড়ে দশটা থেকে। বেলা সাড়ে ১১ টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। যে যে ওয়েবসাইটগুলির মাধ্যমে ফলাফল দেখা যাবে সেগুলি হল- (wbbme.org) (wbresults.nic.in), এবং (www.exametc.com)। এছাড়া (Exametc.com) মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেজাল্ট জানতে পারবেন।
আরও পড়ুনঃ পিছিয়ে গেল মাধ্যমিকের ফলপ্রকাশ
প্রসঙ্গত, ২০ মে তারিখেই নির্দিষ্ট ক্যাম্প থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে মাদ্রাসাগুলি। উল্লেখ্য, চলতি বছরে আলিম, ফাজিল ও হাই মাদ্রাসায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫ হাজারের কাছাকাছি। যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৩৬ শতাংশ আর ছাত্রীর সংখ্যা ছিল ৬৪ শতাংশ।