চাকরির খবর

‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টে কর্মী নিয়োগ! জেনে নিন কীভাবে করবেন আবেদন

Advertisement

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। কোম্পানির বিভিন্ন শূন্যপদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। উল্লেখ্য, ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামো সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No. –

পদের নাম – Project Engineer
মোট শূন্যপদ – ৩২৭ টি। (UR – ১৩২ টি, OBC – ৮৮ টি, EWS – ৩৩ টি, SC – ৪৯ টি, ST – ২৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./ B.Tech/ B.Sc অথবা সমতুল্য বিষয়ে ৪ বছরের ডিগ্রী কোর্সের সার্টিফিকেট থাকা প্রার্থীরা নূন্যতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৪০,০০০ টাকা থেকে ৫৫,০০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ CRPF -এ সাব ইন্সপেক্টার নিয়োগ

পদের নাম – Trainee Engineer
মোট শূন্যপদ – ১০১ টি। (UR – ৪৫ টি, OBC – ১৩ টি, EWS – ২৫ টি, SC – ৯ টি, ST – ৯ টি।)
শিক্ষাগত যোগ্যতা – ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./ B.Tech/ B.Sc অথবা সমতুল্য বিষয়ে ৪ বছরের ডিগ্রী কোর্সের সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা।
বয়সসীমা – আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পুর্ন্ন অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট https://jobapply.in/bel2023maybng/ এ গিয়ে উপযুক্ত বিকল্প বেছে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি – ট্রেনি ইঞ্জিনিয়ার প্রার্থীদের ১৫০/- টাকা + ১৮% GST এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্রার্থীদের ৪০০/- টাকা + ১৮% GST হিসেবে এককালীন আবেদন ফি প্রদান করতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড করে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের এবং ইন্টারভিউতে থাকবে ১৫ নম্বর।

আবেদনের শেষ তারিখ – ১৮ মে, ২০২৩।

মেক ইন ইন্ডিয়া

Official Notification: Download Now
Official website: Apply Now

Related Articles