রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে এই শিক্ষক নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদে আলোচনা করা হলো। West Bengal KVS Teacher Recruitment 2022.
পদের নাম- ট্রেন্ড গ্ৰেজুয়েট টিচার (TGT)
যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- English, Hindi, Sanskrit, Mathematics, Social Studies.
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে 50% নাম্বার নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে। সাথে প্রার্থীকে অবশ্যই বি.এড ডিগ্রী কোর্স কমপ্লিট করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সিটেট কোয়ালিফাই করতে হবে।
পদের নাম- পি.আর.টি (সংগীত শিক্ষক)।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই সংগীত বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। তবেই প্রার্থীরাএই পদের জন্য আবেদন যোগ্য।
পদের নাম- প্রাইমারি টিচার।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই ৫০ শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তাছাড়াও প্রার্থীকে অবশ্যই যেকোন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই ডি.এল.এড পাস করতে হবে।
আবেদন পদ্ধতি- এক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে-
১) আবেদনকারীকে প্রথমে একটি গুগুল ফর্ম ফিলাপ করতে হবে। গুগুল ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। গুগুল ফর্মের লিংক নীচে দেওয়া আছে।
২) দ্বিতীয়ত নির্দিষ্ট আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে আবেদনপত্রের একটি কপি একটি নির্দিষ্ট ইমেইল আইডিতে পাঠাতে হবে। ইমেইল আইডিটি হল- pplkvaradhpur@gmail.com
আবেদনের শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২২।
নির্বাচন পদ্ধতি- এক্ষেত্রে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ এর তারিখ- ১৮/২/২০২২, সকাল ৮ টা।
আরও চাকরির খবরঃ
রাজ্যে প্রচুর শূন্যপদে আশা কর্মী নিয়োগ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
সরকারি অফিসে ক্লার্ক পদে চাকরির সুযোগ
Official Notice: Download Now
Application form: Click Here
Google form link: Click Here