চাকরির খবর

MGNREGA প্রকল্পে নিয়োগ শুরু হলো, আবেদন চলবে 27 জানুয়ারি পর্যন্ত

Advertisement

চাকরির খবর: 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সহ MGNREGA প্রকল্পের বিভিন্ন কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক বছরের চুক্তির ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে মালদা জেলার রাতুয়া- II ব্লক এলাকার মহারাজপুর গ্রাম পঞ্চায়েতে।

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

পদের নাম: গ্রাম রোজগার সেবক (Gram Rojgar Sevak)
শূন্যপদ: 1 টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত 55 শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা এবং গণিত বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। সঙ্গে 6 মাসের কম্পিউটার কোর্স থাকা বাধ্যতামূলক।বয়স: বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন।
বেতন: প্রতিমাসে 12,000/- টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং আবেদনকারীর সমস্ত নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র যে খামের মধ্যে ভরে পাঠাবেন, ওই খামের উপরে লিখতে হবে “Application for the Post of Gram Rojgar Sevak”.

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Block Development Officer, Ratua-II Development Block, Vill + P.O.- Pukhuria, P.S.- Pukhuria, Dist.- Malda, PIN- 732204
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 27 জানুয়ারি, 2021.

আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্র জমা দিতে হবে:
1. উচ্চ মাধ্যমিকের মার্কশিট।
2. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মের প্রমাণপত্র।
3. কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেট।
4. ভোটার কার্ড।
5. স্থায়ী বাসিন্দা শংসাপত্র।
আবশ্যিক যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই রাতুয়া- II ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগ পদ্ধতি: আবেদনকারীর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর, কম্পিউটারে দক্ষতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তিনটি ধাপের পূর্ণমান নিচে দেওয়া হল-
1. উচ্চমাধ্যমিকের নম্বরের উপর- 20 Marks
2. কম্পিউটার দক্ষতা- 50 Marks
3. Viva Voce- 30 Marks
তিনটি ধাপ মিলিয়ে মোট 100 নম্বরের উপর প্রার্থী নির্বাচন করা হবে।

Download Application form
West Bengal Job News

Related Articles