তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর আগে অতিরিক্ত গরমের কারণে ছুটি এগিয়ে এনেছিল রাজ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তাপ বাড়ায় ছুটি চলবে রাজ্যের স্কুলগুলিতে। গরম কমলে ফের চালু হবে পঠনপাঠন। সরকারের নির্দেশ মাফিক এদিন ১৫ জুন বৃহস্পতিবার থেকে চালু হয়েছে স্কুল। অস্বস্তিকর গরমে প্রথম দিনেই স্কুলে উপস্থিত হয়েছিলেন পড়ুয়ারা। গরমের মধ্যে স্কুলে যেতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকে। পরিস্থিতির সমাধানে মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় ছিল রাজ্যবাসী।
দাবদাহের পরিস্থিতি কাটলে তবেই স্কুল হোক, বর্তমানে এমনটাই চাইছেন অভিভাবকেরা। এর আগে ছাত্র- ছাত্রীদের কথা চিন্তা করে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার গরমের ছুটি পড়বে কিনা তা জানার অপেক্ষায় রাজ্যবাসী। পড়ুয়া ও অভিভাবকদের ধারণা ছিল আবারও ছুটির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তেমনটা হল না। শুক্রবার নামখানায় একটি জনসমাবেশে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি গরমের ছুটির মেয়াদ বৃদ্ধির কোনো ঘোষণা করেননি। বদলে তিনি জানান, গরমে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে না পড়েন তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষা দফতরের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন, গরমে যাতে পড়ুয়াদের কষ্ট না হয়, তার জন্য বাড়তি পাখার ব্যবস্থা করতে হবে স্কুলগুলিতে।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে শনিবারের আর হাফ ছুটি নয়
প্রসঙ্গত, গরম বাড়লেও ছুটি দেওয়ার পক্ষপাতী নন রাজ্যের শিক্ষক মহল। তাঁদের দাবি, এরপর আরও ছুটি বাড়লে পড়াশোনায় ব্যাপক ক্ষতি হবে পড়ুয়াদের। যা মেরামত করা কঠিন হবে। পাশাপাশি বাড়তি চাপ পড়বে পড়ুয়াদের উপরেও। তাই ছুটির বদলে মর্নিং ক্লাস হোক, এমনটাই চাইছেন শিক্ষকেরা।