২০২১ সালের বিধানসভা ভোটের আগেই শিক্ষক নিয়োগ নিয়ে বড়োসড়ো ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে প্রাইমারি স্কুল গুলিতে প্রায় সাড়ে ১৬ হাজার প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন।
West Bengal Primary TET Recruitment- Click here
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের কথা। এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আগামীকাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তিনি আরো জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি, ২০২১ তারিখ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউ চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সমস্ত প্রক্রিয়া শেষ হলেই অ্যাপোয়েন্টমেন্ট প্যানেল তৈরী হয়ে যাবে। তিনি জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপোয়েন্টমেন্ট প্যানেল তৈরী করা হবে। এবং ৩১ জানুয়ারিতে অফলাইন মাধ্যমে তৃতীয় টেট পরীক্ষা নেওয়া হবে, প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন।