মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকে ইতিমধ্যে একাধিক প্রকল্পের উদ্যোগ নিয়েছেন ছাত্র- ছাত্রীদের জন্য। সবুজ সাথীর সাইকেল থেকে শুরু করে বাচ্চাদের জন্য স্কুলের পোশাক, বই, বিনামূল্যে ট্যাব বিতরণ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো সুবিধা পেয়েছে পড়ুয়ারা। ফের আরো একবার স্কুল পড়ুয়াদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের।
শিক্ষাসাথী প্রকল্প ২০২৫
রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে পড়ুয়াদের জন্য কম খরচে খাতা বিক্রি করার। ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প দপ্তর থেকে আপাতত তিন রকমের খাতা নিয়ে আসা হচ্ছে এখানে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শিক্ষাসাথী’। খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তে আনন্দে আত্মহারা অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরাও। এই খাতায় ছাপা শুরু হবে শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড প্রকাশনা সংস্থায় এমনটাই জানা গিয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ।
আরও পড়ুনঃ টাটা পাঙ্খ স্কলারশিপ ২০২৫, মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা পাওয়ার সুযোগ
শিক্ষাসাথী প্রকল্পের উদ্দেশ্য
জানা যাচ্ছে শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড সংস্থাটির লাভের অংক বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে খোদ রাজ্য সরকার। এখানে খাতা ছাপানো এবং বিক্রি দুটোই হবে। যার ফলে পড়ুয়াদের খুব বেশি দাম দিয়ে বাজার থেকে খাতা নতুন করে আর কিনতে হবে না। বর্তমানে বাজারে যে সমস্ত খাতা ইতিমধ্যে পাওয়া যাচ্ছে তা দামে বেশ চড়া। এখন সস্তায় কোনও খাতাই আর কেনা যায় না। একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যেতে না যেতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।
পাশাপাশি পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের যে প্রকল্প গুলি ইতিমধ্যেই রয়েছে তা এই খাতার সামনে এবং পিছনে উল্লেখ করা থাকবে। পড়ুয়ারা যাতে সেই খাতা থেকে বিভিন্ন প্রকল্পের বিষয়ে জেনে পরবর্তীকালে সুযোগ-সুবিধা নিতে পারে সেই কথাই মাথায় রাখা হয়েছে।
কোথায় পাবেন এই খাতা?
এই খাতা মিলবে বিভিন্ন সরকারি মেলাগুলিতে। জানা যাচ্ছে আগামী দিনে রেশন দোকান থেকেও পাওয়া যেতে চলেছে এই খাতা। এ উদ্যোগ খুব তাড়াতাড়ি নেয়া হবে এমনটাই জানিয়েছেন এই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহা। তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, যে খাতাগুলো নিয়ে আসা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তার গুণগত মান বেশ ভালো। এগুলো পাওয়া যাবে মঞ্জুশার স্টল গুলিতে। পরে মিলবে রেশন দোকানেও।
আরও পড়ুনঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার টাকা
তিন ধরনের খাতার মধ্যে দুটি খাতা হবে মোট ১৬০ পাতার যেগুলোর দাম থাকবে মাত্র ৭০ টাকা। অন্যদিকে একশ পাতার খাতার দাম বরাদ্দ করা হচ্ছে মাত্র ৩৭ টাকায়। বাজারে এই সমস্ত খাতাগুলোর দামি অনেক বেশি। দামে কম হলেও মানে যাতে ভালো থাকে সেই দিকে নজর রাখছে নবান্ন।