অন্যান্য খবর

বকেয়া ডিএ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী! জেনে নিন কী বার্তা এল সরকারি কর্মীদের উদ্দেশ্যে

Advertisement

বকেয়া ডিএ-এর দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন রাজ্যের সরকারি কর্মীরা। একাধিকবার কর্মবিরতি, বিক্ষোভ আন্দোলনের পরেও যখন সরকার তরফে কোনোও সুস্পষ্ট বার্তা এল না, তখন আদালতে মামলা দায়ের করে কর্মী সংগঠন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে ডিএ সম্পর্কিত মামলাটি। তবে রাজ্যের পাল্টা সওয়ালে সুপ্রিম কোর্টের দরজায় থমকে রয়েছে মামলা। রায় কবে আসবে, তা এখনও সংশয়ে। ফলে অপেক্ষার প্রহর কাটছে না সরকারি কর্মীদের।

এহেন পরিস্থিতিতে বুধবার ঝাড়গ্রামের সভায় গিয়ে ডিএ (DA) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মহার্ঘ ভাতা প্রসঙ্গে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধাচরণ করেছেন মুখ্যমন্ত্রী। আর এবারেও সেই একই ধারা পাওয়া গেল তার বক্তব্যে। কেন্দ্রের আর্থিক বঞ্চনার প্রসঙ্গে ফের একবার জোর গলায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী। সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগেই ডিএ বৃদ্ধি করে দেয় বিজেপি সরকার। এমনই মন্তব্য করলেন তিনি। ভোটের আগে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, উন্নয়ন প্রকল্পের টাকা আটকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মেটায় মোদী সরকার। এবার তার বিরুদ্ধে সরাসরি মন্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার

রাজ্য সরকারি কর্মীদের ডিএ কবে বাড়বে তা নিয়ে হাজারও প্রশ্নোত্তর পর্ব চলছে বিভিন্ন মহলে।কোনো সদুত্তর না মেলায় বারবার হতাশ হচ্ছেন সরকারি কর্মীরা। অন্যদিকে পুজোর আগেই ডিএ বৃদ্ধির আভাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, ডিএ বাড়তে পারে প্রায় ৩ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। এর পর ফের তিন শতাংশ বাড়লে বর্ধিত ডিএ-এর হার হবে ৪৫ শতাংশ। আর সে বিষয়ে ঘোষণা যে শীঘ্রই আসবে, তা এখন থেকেই আন্দাজ করছে বিভিন্ন মহল।

বকেয়া ডিএ নিয়ে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী

Related Articles