পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বিভিন্ন দফতরের নিয়োগে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চাকরির পাশাপাশি ব্যবসার উন্নতিতেও সাহায্য করা হচ্ছে। তার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার। আর কিছুদিন পর বঙ্গে দূর্গোৎসব। এই দূর্গোৎসবকে কেন্দ্র করে মানুষের কেনাকাটা যেমন বাড়ে তেমনই ব্যবসা, শিল্প ও চাকরির সঙ্গে জড়িত মানুষদের অর্থপ্রাপ্তি ঘটে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই এবার নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্যের বুকে চালু করা হল দুটি পাইকারি পোশাকের হাট। এই উদ্যোগের সঙ্গে বাড়ল বাংলার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার সম্ভাবনা।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গের হাওড়া ও মেটিয়াবুরুজে দুটি ‘পাইকারি পোশাকের হাট’ উন্মুক্ত করা হয়েছে। বুধবার হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অঙ্কুরহাটি এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘সৃজন গ্রুপ গ্লোবাল হাট।’ দুটি হাট শীততাপ নিয়ন্ত্রিত। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন। এই হাটগুলি থেকে সস্তায় পোশাক কিনতে পারবেন রাজ্যের জন সাধারণ। এছাড়া, আদানপ্রদান বাণিজ্যের মাধ্যমে অর্থ রোজগার করতে পারবেন পোশাক শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। পুজোর আগে এই হাট খুলে যাওয়ায় বিক্রিবাটা বাড়বে ও রোজগারের মুখ দেখবেন তাঁরা।
আরও পড়ুনঃ ফুড এসআই পরীক্ষায় নতুন নিয়ম লাগু করল পিএসসি
এছাড়া, এই হাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। যুবক-যুবতীরা নানান ধরণের কাজে যুক্ত হয়ে রোজগারের দিশা পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগকে প্রশংসা করছেন বিদ্বজ্জনেরা। খুশি রাজ্যের জনসাধারণও।