রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের একটি স্কুলে নতুন করে শিক্ষক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পাবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পদের নাম- গ্রুপ- ডি (Group-D Peon)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- Assistant Teacher For Mathematics Class IX & X (OBC B)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশান পাশ করে থাকতে হবে সঙ্গে B.Ed. করা থাকতে হবে।
পদের নাম- Assistant Teacher For Pure Science For Upper Primary (SC)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে সঙ্গে B.Ed. করা থাকতে হবে। এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ নবোদয় বিদ্যালয়ে নতুন নিয়োগ
পদের নাম- Assistant Teacher For Sanskrit For Upper Primary (SC)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত বিষয়ে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে। সঙ্গে B.Ed. করা থাকতে হবে। এবং টেট সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর। OBC প্রার্থীরা ৩ বছর। ও PH প্রার্থীরা ৮ বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। তবে পিওন ও অ্যাসিস্ট্যান্ট টিচার পদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপর্ট সাইজের ছবি।
৭) B.Sc/ B.Ed ও টেট পাশ সার্টিফিকেট। পিয়ন পদে আবেদনের ক্ষেত্রে লাগবে না।
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ- সি কর্মী নিয়োগ
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে পিওন পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ১৫ জুলাই ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
Official Notification & Application form:
Assistant Teacher: Click Here
Peon: Click Here