এক নজরে
প্রত্যেক রাজ্যবাসীর জন্য আবারও রয়েছে একটি নতুন চাকরির খবর। মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে নিয়োগ করা হচ্ছে। চেকার, পিয়ন, চৌকিদার ও ড্রাইভার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। Group- C Recruitment 2021.
Group- C Recruitment 2021
Post Name
- Lower Division Clerk (LDC)
- Driver
- Checker
- Peon
- Chowkidar
- Sub- Inspector (Enforcement)
- Assistant Sub- Inspector (Taxes)
- Assistant Sub- Inspector (Enforcement)
Total Vacancy
118 (UR- 55, ST- 38, SC- 1, OBC- 24, PWD- 3)
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর)
মোট শূন্যপদ- 21 টি (UR- 11, ST- 06, SC- 0, OBC- 4, PWD- 1)
বেতন- পে লেভেল 4 অনুযায়ী মূল বেতন 5200/- থেকে 20,200/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 2000/-
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক হতে হবে এবং সঙ্গে কম্পিউটার কনসেপ্টের কোর্স করা থাকতে হবে।
Read More: SSC GD Constable Recruitment 2021
পদের নাম- ড্রাইভার
মোট শূন্যপদ- 15 টি (UR- 07, ST- 05, SC- 0, OBC- 3, PWD- 0)
বেতন- পে লেভেল 3 অনুযায়ী মূল বেতন 5200/- থেকে 20,200/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1900/-
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে পাঁচ বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
পদের নাম- চেকার
মোট শূন্যপদ- 44 টি (UR- 20, ST- 14, SC- 1, OBC- 9, PWD- 0)
বেতন- পে লেভেল 2 অনুযায়ী মূল বেতন 4440/- থেকে 7440/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1800/-
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 38 ইঞ্চি পর্যন্ত হতে হবে।
পদের নাম- পিওন
মোট শূন্যপদ- 10 টি (UR- 05, ST- 02, SC- 0, OBC- 3, PWD- 1)
বেতন- পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন 4440/- থেকে 7440/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1600/-
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। হিন্দি ভাষা জানা থাকলে, স্বাস্থ্য ভালো থাকলে এবং সাইকেল চালাতে জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম- চৌকিদার
মোট শূন্যপদ- 5 টি (UR- 03, ST- 02, SC- 0, OBC- 0, PWD- 0)
বেতন- পে লেভেল 1 অনুযায়ী মূল বেতন 4440/- থেকে 7440/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1650/-
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। স্বাস্থ্য ভালো হতে হবে।
পদের নাম- সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট)
মোট শূন্যপদ- 4 টি (UR- 02, ST- 01, SC- 0, OBC- 1)
বেতন- পে লেভেল 6 অনুযায়ী মূল বেতন 5200/- থেকে 20,200/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 2800/-
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় স্নাতক হতে হবে। মণিপুরী ভাষা জানতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত হতে হবে। হিন্দি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ট্যাক্সেস)
মোট শূন্যপদ- 11 টি (UR- 03, ST- 05, SC- 0, OBC- 3, PWD- 1)
বেতন- পে লেভেল 3 অনুযায়ী মূল বেতন 5200/- থেকে 20,200/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1900/-
শিক্ষাগত যোগ্যতা- পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মনিপুরী এবং হিন্দি ভাষা জানতে হবে।
Read More: Bank of Baroda Manager Recruitment
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট)
মোট শূন্যপদ- 8 টি (UR- 04, ST- 03, SC- 0, OBC- 1, PWD- 0)
বেতন- পে লেভেল 3 অনুযায়ী মূল বেতন 5200/- থেকে 20,200/- টাকা পর্যন্ত। সঙ্গে গ্রেড পে Rs. 1900/-
শিক্ষাগত যোগ্যতা- পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মনিপুরী ভাষা জানতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত হতে হবে। হিন্দি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্ট এর মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে পারবেন আগামী 19 এপ্রিল থেকে 22 মে সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত। https://manipur.gov.in/ ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Manipur State Transport (MST) Complex, Moirangkhom, Imphal West