SSC Recruitment Scam: বেআইনিভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয় ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। সংশ্লিষ্ট শূন্যপদে প্রার্থী নিয়োগের জন্য সম্প্রতি কাউন্সেলিং কর্মসূচি গ্রহণ করে স্কুল সার্ভিস কমিশন। এই কাউন্সিলিংয়ে প্রাথমিকভাবে ডাকা হয়েছিল ৪০ জন চাকরিপ্রার্থীকে। তবে দেখা যায় এদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিলেন।
সূত্রের খবর, প্রথম দফার কাউন্সেলিং কর্মসূচিতে মোট ৪০ জন প্রার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ জন। বাকি অনুপস্থিত ১৯ জনের মধ্যে একজন কমিশনকে চিঠি দিয়ে জানায় যে তিনি সম্প্রতি রেলে চাকরি পেয়েছেন। তবে বাকি প্রার্থীদের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশায় স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, সংশ্লিষ্ট ঘটনায় তিনি বিস্মিত! সূত্রের খবর, বিকাশ ভবনের কর্তাদের কথা অনুসারে, এর আগে উচ্চপ্রাথমিকের নিয়োগে পরীক্ষায় সফল অনেক প্রার্থী ২০১৯ সালের ভেরিফিকেশনে হাজির হননি। আবার, ২০১৮-১৯ সালের একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগের কাউন্সেলিংয়ে উপস্থিত ছিলেন না বহু প্রার্থী।
চাকরির খবরঃ রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
মনে করা হচ্ছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে এতদিন বিলম্ব হওয়ায় ইতিমধ্যেই প্রার্থীরা অন্যত্র চাকরিতে যুক্ত হয়ে গিয়েছেন। তাই প্রকট হচ্ছে সংশ্লিষ্ট প্রার্থীদের অনুপস্থিতি। প্রসঙ্গত, সম্প্রতি গ্রুপ ডি পদে ১৯১১ জনের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে বর্তমানে স্থগিত রাখা হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া।