রাজ্যে চালু হতে চলেছে চার বছরের স্নাতক কোর্স। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান, জাতীয় শিক্ষা নীতি কে পুরোপুরি সমর্থন না করেও পড়ুয়াদের ভালো মন্দ বিচার করে চার বছরের স্নাতক কোর্স আনছে রাজ্য। বৃহস্পতিবার এ বিষয় মুখ্যমন্ত্রী বললেন ‘এই ডিগ্রি সিস্টেমে এক বছরে মাস্টার্স করা যাবে, এটা একটা অ্যাডভান্টেজও আছে’।
বৃহস্পতিবার নয়া ডিগ্রি কোর্স নিয়ে অকপট বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘এবার থেকে এক বছরেই মাস্টার্স, রাজ্যে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে। স্নাতকোত্তর করা যাবে এক বছরেই। জাতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়েন তার জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এবার থেকে যারা পাস কোর্সে গ্র্যাজুয়েশন পড়বেন, তাঁদের লাগবে তিন বছর। আর যাঁরা অনার্স করবেন তাঁদের লাগবে চার বছর। পাশাপাশি থাকছে এক বছরের স্নাতকোত্তর করার সুবিধা ও গবেষণায় সুযোগ।
চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে চার বছরের স্নাতক কোর্সের নিয়ম লাগু হতে চলেছে। এ বছরের উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়ারা এই নিয়মের আওতায় পড়বেন। বৃহস্পতিবার ২০২৩ সালের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্যান্য রাজ্যগুলি যদি করে, আমরা যদি না করি তাহলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে’। অর্থাৎ পড়ুয়াদের ভবিষ্যত চিন্তা করেই এহেন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
চাকরির খবরঃ কল্যাণী এইমসে ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নিয়োগ