এক নজরে
মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023: হ্যালো বন্ধুরা, আজকের এই পোস্টে প্রকাশ করা হলো ‘মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023’। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স pdf -এ মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। ২০২৩ সালের মে মাসের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের পিডিএফ টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। May Month Current Affairs 2023 in Bengali.
মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023
May Month Current Affairs in Bengali | |
Category | Bangla Current Affairs 2023 |
Month | May Month, 2023 |
Question Type | One Liner |
Format | |
Download link | given below |
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৩
মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স (May Month Current Affairs 2023) প্রশ্নোত্তর গুলি সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। May Month Bangla Current Affairs 2023
কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর ২০২৩
মে মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স (May Month Current Affairs 2023) গুলি নীচে One Liner প্রশ্নোত্তর এর মাধ্যমে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলি ধারাবাহিক ভাবে সাজানো হয়েছে। May Month Bangla Current Affairs 2023
Read More:
January Month Current Affairs
February Month Current Affairs
March Month Current Affairs
April Month Current Affairs
1. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয়? উঃ 1 মে।
2. সম্প্রতি “Atomic Energy Commission”-এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ অজিত কুমার মহান্তি।
3. সম্প্রতি 2023 সালে লাইপজিগ(Leipzig) বুক পুরস্কার কে পেয়েছেন? উঃ মারিয়া স্টেপানোভা।
4. সম্প্রতি ফোর্বস প্রকাশিত, বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়ের তালিকায় শীর্ষস্থান কে দখল করেছেন? উঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
5. বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে পালিত হয়? উঃ 3 মে।
6. সম্প্রতি রাশিয়া তাদের দেশের নিজস্ব যে ChatGPT চালু করেছে, তার নাম কি? উঃ GigaChat
7. সম্প্রতি কোথায় প্রায় 2000 বছর পুরনো “আধুনিক সমাজ”-এর অস্তিত্ব পাওয়া গেছে? উঃ মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানের বাঘ সংরক্ষণ এলাকায়।
May Month Current Affairs PDF in Bengali
8. সম্প্রতি কিউবায় ট্রিপল জাম্প ইভেন্টে ভারতের কোন খেলোয়াড় নতুন জাতীয় রেকর্ড গড়েছেন? উঃ প্রবীণ চিত্রাভেল।
9. বিশ্ব রেডক্রস দিবস কবে পালিত হয়? উঃ 8 মে।
10. সম্প্রতি কোন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(IPL) দ্রুততম অর্ধশতকের রেকর্ড করেছেন? উঃ যশশ্বী জয়সওয়াল।
11. বিশ্ব পরিযায়ী পাখি দিবস কবে পালিত হয়? উঃ 13 মে।
12. সম্প্রতি CBI -এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ কর্ণাটক পুলিশের ডিজি প্রবীণ সুদ।
13. সম্প্রতি twitter এর নতুন CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ লিন্ডা ইয়াক্কারিনো।
14. ভারতের প্রথম রাজ্য হিসেবে ‘ State Robotics Framework’লঞ্চ করেছে কোন রাজ্য? উঃ তেলেঙ্গানা।
15. সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? উঃ সিদ্ধারামাইয়া।
16. সম্প্রতি BCCI এ রিপোর্ট অনুযায়ী ভারতের জাতীয় ক্রিকেট টিমের কিট স্পন্সর করবে কোন কোম্পানি? উঃ Adidas
17. সদ্য প্রকাশিত “The Golden Years” শিরোনামে বইটি কে লিখেছেন? উঃ রাস্কিন বন্ড।
18. সম্প্রতি কোন দেশকে সহায়তা করার জন্য “অপারেশন করুণা” শুরু করেছে? উঃ ঘূর্ণিঝড় মোখায় বিধ্বস্ত মায়ানমারকে সহায়তা করার জন্য।
19. সম্প্রতি নেপাল সরকারের ঘোষণা অনুযায়ী নেপালের “ Special Tourism Year” কোন বছর পালিত হবে? উঃ 2025 সালে।
20. সম্প্রতি সৌদি আরবের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে কে মহাকাশযাত্রা করেন? উঃ রায়নাভ বারনাভি।
21.সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতেছেন? উঃ বুলগেরিয়ান লেখক জর্জি গোস্পেদিনভ।
মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Download link
ওপরে দেওয়া প্রশ্নোত্তর গুলি হলো নমুনা প্রশ্ন। মূল পিডিএফ -এ বিস্তারিতভাবে উত্তরগুলি দেওয়া রয়েছে। নীচের ডাউনলোড লিংকে ক্লিক করে “May Month Bangla Current Affairs PDF” ডাউনলোড করতে পারবেন।
May Month Current Affairs: Download Now