চাকরির খবর

জাহাজ নির্মাণ কারখানায় নিয়োগ, প্রতিমাসে স্টাইপেন্ড ৯ হাজার টাকা

Advertisement

কেন্দ্রীয় সরকারের জাহাজ নির্মাণ কারখানায় বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- ADVT/MDLATS/03/2022
পদের নাম- Engineering Graduate/ Diploma (Technician) Apprentice
মোট শূন্যপদ- ১৫০ টি। (Graduate-১১৫ টি, Diploma-৩৫ টি)
স্টাইপেন্ড- Graduate Apprentice পদের প্রতিমাসে স্টাইপেন্ড ৯ হাজার টাকা ও Diploma Apprentice পদের ক্ষেত্রে ৮ হাজার টাকা।

পদের নাম- General Stream Graduate Apprentice
মোট শূন্যপদ- ৫০ টি।
স্টাইপেন্ড- প্রতিমাসে স্টাইপেন্ড ৯ হাজার টাকা।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ

join Telegram

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে Engineering Digree/ Diploma করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.mazagondock.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ৬ ফেব্রুয়ারি, ২০২৩

FB Join

Official Notification: Link 1 | Link 2
Apply Now: Click Here

Related Articles